Home কানাডা খবর কানাডায় বেকারত্বের হার ৫.১ শতাংশে নেমে এসেছে : নভেম্বরে যোগ হয়েছে ১০...

কানাডায় বেকারত্বের হার ৫.১ শতাংশে নেমে এসেছে : নভেম্বরে যোগ হয়েছে ১০ হাজার নতুন কর্মসংস্থান

অনলাইন ডেস্ক : অর্থনীতিবিদদের প্রত্যাশা অনুসারে গত নভেম্বর মাসে কানাডার অর্থনীতিতে ১০ হাজার নতুন কর্মসংস্থান যোগ হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধির এ হার কানাডায় বেকারত্বের হার ৫.১ শতাংশে নামিয়ে এনেছে। পরিসংখ্যান কানাডার প্রতিবেদন অনুসারে- উৎপাদন, নির্মাণ, বাসস্থান, বিনোদন, বিমা, ভাড়া, লিজিং এবং খাদ্য পরিষেবা শিল্পসহ অর্থনীতির প্রায় প্রতিটি সেক্টরেই গত মাসে কর্মসংস্থান যোগ হয়েছে। একই সময়ে এটি নির্মাণ এবং পাইকারি ও খুচরা বাণিজ্য সহ বেশ কয়েকটি শিল্পেও কর্মসংস্থান যোগ করেছে, বলছে ডেটা এজেন্সি।

কর্মসংস্থান তৈরীর চিত্রটি অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন ছিলো, কোথাও বেশি আবার কোথাও কম। যেহেতু কুইবেকে ২৮ হাজারটিরও বেশি কর্মসংস্থান যোগ হয়েছে, সে তুলনায় আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া সহ পাঁচটি প্রদেশে এর সংখ্যা হ্রাসের মাধ্যমে ভারসাম্য তৈরী হয়েছে। উল্টোদিকে, দেশের অর্থনীতি মাসে ৫০ হাজার ৭০০টি পূর্ণকালীন কর্মসংস্থান যোগ করেছে। আবার এটিই ৪০ হাজার ৬০০ খণ্ডকালীন কর্মসংস্থান হারানোর মাধ্যমে ভারসাম্য তৈরী করেছে। বার্ষিক হারে মজুরি বেড়েছে ৫.৬ শতাংশ। আগের মাসেও মজুরি বৃদ্ধির একই গতি লক্ষ্য করা গেছে। একজন শ্রমিকের মজুরি মাসে ঘণ্টায় গড়ে প্রায় ৩৫ কানাডিয়ান ডলার ছুঁয়েছে। এটি গত বছরের তুলনায় ১.৭১ শতাংশ বেড়েছে, কিন্তু সরকারী মুদ্রাস্ফীতির হার ৬.৯ শতাংশ হওয়ায় শ্রমিকরা এখনও তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে।

এই মাসে আরও কানাডিয়ান কাজে যোগ দিলেও ডেটা এজেন্সি জানিয়েছে যে, তাদের মধ্যে একটি বড় সংখ্যক অসুস্থতার কারণে মাসের একটা সময় কাজ করতে পারেনি। এর অন্যতম কারণ ছিলো, দেশের অনেক অংশে ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের উচ্চতর সংক্রামণ। নভেম্বরের প্রায় সাত শতাংশ কর্মচারী অসুস্থতা বা অক্ষমতার কারণে অনুপস্থিত ছিলেন, বলছে স্ট্যাটস্ক্যান।

অর্থনীতিবিদ রয়েস মেন্ডেস বলেছেন, কানাডিয়ানদের সর্দি, ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাস সংক্রামণের হার এ মাসে বৃদ্ধি পেয়েছে এবং এটি পুরো শীত জুড়ে চলতে পারে। সূত্র : সিবিসি

Exit mobile version