Home কানাডা খবর কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন শুরু হচ্ছে ১৯শে আগস্ট

কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন শুরু হচ্ছে ১৯শে আগস্ট

অনলাইন ডেস্ক : আগামী ১৯শে আগস্ট, শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে কানাডার সবচেয়ে বড় মেলা ‘কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন’। করোনাকালীন মহামারীর জন্য গত দু’বছর কানাডার প্রাচীনতম এবং উত্তর আমেরিকা ষষ্ঠ বৃহৎ এই মেলা অনুষ্ঠিত হতে পারেনি। ‘সিএনই’ নামে পরিচিত এই মেলা প্রথম শুরু হয় ১৮৭৯ সালে টরন্টোর ডাউনটাউনের ওয়াটারফ্রন্ট এর এক্সিবিশন প্লেস এ। শুরুতে এই মেলায় কানাডার কৃষি এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন নতুন উদ্বাবনী সব আবিষ্কার এবং নতুন আয়োজনের প্রদর্শনী হতো। ধীরে ধীরে এটা ব্যাপকতা পেতে থাকে বিভিন্ন ধরনের পেশাজীবীদের বিভিন্ন ধরনের উপস্থাপনা প্রদর্শনের মাধ্যমে। বিভিন্ন ধরনের খেলাধূলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের এক মহামিলন ঘটে ১৮দিনের এই মেলায়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর কম করে ১৫ লাখ মানুষ এই ‘কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন’ এ আনন্দ উপভোগ করতে আসে। অসংখ্য দৃষ্টি নন্দন সব আয়োজনের এই মেলা অনুষ্ঠিত হয় মোট ১৯২ একর এলাকা জুড়ে।

১৮ দিনের এই ব্যাপক আয়োজন জনস্বার্থের জন্য হুমকি হবে কিনা এমন এক প্রশ্ন তুলেছেন টরন্টোর এমপিপি ক্রিস্টিন ওম-টাং। তিনি আশংকা প্রকাশ করেছেন, এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিকতা পায় নি। তার উপর, গত ২১শে জুলাই টরন্টোর টেকনিক্যাল স্ট্যান্ডার্ড এন্ড সেফটি অথরিটি (টিএসএসএ)’র ১৭০ জন পরিদর্শক কর্ম বিরতিতে আছেন। এমপিপি টাং মনে করেন, এত বিপুল সংখ্যক পরিদর্শকের অনুপস্থিতিতে প্রায় তিন সপ্তাহের এই মেলার অনেক রাইড এবং যন্ত্রপাতি সঠিকভাবে তদারকি নাও হতে পারে। যদি এমনটি হয়, তাহলে মেলায় আগতদের জীবন ভয়ংকর হুমকির মুখোমুখি হতে পারে। এ প্রসঙ্গে সিএনই’এ সিইও ড্যারেল ব্রাউন বলেন, এমপিপি টাং যে আশংকা করেছেন, সেটাকে আমরা আগে থেকেই মাথায় রেখেছি এবং মেলার কোন কিছু যেন জনসাধারণের জন্য কোনভাবেই হুমকিস্বরূপ না হয়, তার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা মেলা চলাকালীন সময়ের জন্য যোগ্য মানুষদের নিয়োগ ও প্রশিক্ষণ দিয়েছে, যাতে কোন রূপ অনভিপ্রেত ঘটনা না ঘটে। তিনি আরও বলেন, করোনাকালীন মহামারীর জন্য গত দুই বছর কানাডার মানুষ এই ঐতিহ্যবাহী মেলার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। আমরা চাই, মানুষ আবার নব উদ্যমে জীবনকে উপভোগ করুক এবং সামনের দিকে এগিয়ে যাক। ১৪৩ বছরের প্রাচীন এই মেলা কানাডার জাতীয় জীবনে এক বৈচিত্রতা আর আনন্দের প্রতীক। সবাই এই আনন্দে নিজেদের রাঙিয়ে নিক, এই প্রত্যশা করি। আর এর জন্য এর সব ধরনের আয়োজনের কোন রূপ ত্রুটি করা হয় নি। ড্যারেল ব্রাউন আশা প্রকাশ করেন, দীর্ঘ দুই বছর বন্ধ থাকার ফলে এবারের আয়োজন মানুষের কাছে অনেক বেশী প্রত্যাশিত হয়ে উঠেছে। ধরনা করা হচ্ছে, এবারে পূর্বের বছরের চেয়ে অনেক বেশী মানুষের সমাগম হবে ১৮ দিনের এই ‘কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন’ এ। সেপ্টেম্বর মাসের ৫ তারিখে এই মেলার সমাপ্তি ঘটবে।

Exit mobile version