অনলাইন ডেস্ক : হৃদরোগের চিকিৎসায় বড় সাফল্য পেলেন গবেষকরা। প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে যে চিকিৎসা বিজ্ঞানে যে সাফল্য আসতে চলেছে তার এক প্রকৃষ্ট উদাহরণ সামনে এল। যুক্তরাষ্ট্রের গবেষকদের মতে, একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি, যা সাধারণ এবং সাশ্রয়ী ইলেকট্রোকার্ডিওগ্রাম (ECG) তথ্য ব্যবহার করে, লুকানো হৃদরোগ শনাক্ত করতে কার্ডিওলজিস্টদের তুলনায় বেশি নির্ভুল। এই প্রযুক্তি হৃদরোগের চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, যেমন ভালভের সমস্যা, জন্মগত হৃদরোগ এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা নষ্ট করে এমন অন্যান্য সমস্যা, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করে। এই রোগগুলি প্রায়ই ধরা পড়ে না, কারণ এগুলি শনাক্ত করার জন্য কোনও সাধারণ এবং সাশ্রয়ী পরীক্ষা পদ্ধতি নেই। ফলে, অনেক সময় রোগীরা সময়মতো চিকিৎসা পায় না, যা তাদের জীবনের জন্য ঝুঁকি তৈরি করে।
EchoNext: হৃদরোগ শনাক্তে নতুন আশা
এই সমস্যার সমাধানে কলম্বিয়া বিস্ববিদ্যালয়ের (Columbia University) গবেষকরা একটি AI স্ক্রিনিং টুল তৈরি করেছেন, যার নাম EchoNext। এই টুলটি সাধারণ ECG তথ্য বিশ্লেষণ করে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ শনাক্ত করতে পারে। EchoNext নির্ধারণ করে কোন রোগীর আল্ট্রাসাউন্ড (ইকোকার্ডিওগ্রাম) পরীক্ষার প্রয়োজন, যা হৃদরোগের সমস্যা নির্ণয়ের জন্য একটি পরিচিত টেস্ট।
The Nature জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে, EchoNext এই ধরনের রোগ শনাক্তে কার্ডিওলজিস্টদের তুলনায় বেশি নির্ভুল। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভ্যাগেলোস কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের মেডিসিন এবং বায়োমেডিকাল ইনফরমেটিক্সের সহকারী অধ্যাপক পিয়েরে ইলিয়াস বলেন, “আমাদের কাছে কোলনোস্কোপি, ম্যামোগ্রামের মতো স্ক্রিনিং পরীক্ষা আছে, কিন্তু হৃদরোগের জন্য এমন কোনও সাধারণ পরীক্ষা নেই। EchoNext সাশ্রয়ী ECG পরীক্ষার মাধ্যমে বুঝতে পারে কার আল্ট্রাসাউন্ড প্রয়োজন।”
কীভাবে কাজ করে EchoNext?
EchoNext একটি ডিপ লার্নিং মডেল, যা 230,000 রোগীর 1.2 মিলিয়নেরও বেশি ECG-ইকোকার্ডিওগ্রাম ডেটা থেকে প্রশিক্ষিত হয়েছে। এই প্রযুক্তি ECG তথ্য বিশ্লেষণ করে এমন রোগ শনাক্ত করতে পারে, যা সাধারণত কার্ডিওলজিস্টরা ECG থেকে ধরতে পারেন না। ইলিয়াসের কথায়, ‘ECG এবং AI-এর সমন্বয়ে আমরা একটি সম্পূর্ণ নতুন স্ক্রিনিং পদ্ধতি তৈরি করতে পারি।’
গবেষণাটি যুক্তরাষ্ট্রের চারটি হাসপাতালে যাচাই করা হয়েছে, যার মধ্যে ছিল নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান হাসপাতালের কয়েকটি ক্যাম্পাস। এই পরীক্ষায় EchoNext হার্ট ফেইলিওর, কার্ডিওমায়োপ্যাথি, ভালভের রোগ, পালমোনারি হাইপারটেনশন, এবং হৃৎপিণ্ডের দেয়ালের অতিরিক্ত পুরুত্বের মতো সমস্যাগুলি অত্যন্ত নির্ভুলভাবে শনাক্ত করেছে।
EchoNext বনাম কার্ডিওলজিস্ট
৩,২০০টি ECG তথ্যের উপর ১৩ জন কার্ডিওলজিস্ট এবং EchoNext-এর তুলনামূলক পরীক্ষায় দেখা গিয়েছে যে, EchoNext ৭৭ শতাংশ ক্ষেত্রে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ সঠিকভাবে শনাক্ত করেছে। অন্যদিকে, কার্ডিওলজিস্টরা একই তথ্য ব্যবহার করে মাত্র ৬৪ শতাংশ ক্ষেত্রে সঠিক নির্ণয় দিতে পেরেছেন। এই ফলাফল প্রমাণ করে যে AI প্রযুক্তি মানুষের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে এই ধরনের রোগ ধরতে পারে।
ভবিষ্যতের সম্ভাবনা
ইলিয়াস বলেছেন, ‘আমাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা বিশ্বজুড়ে এই বছর প্রায় ৪০০ মিলিয়ন ECG পরীক্ষাকে ৪০০ মিলিয়ন স্ক্রিনিংয়ের সুযোগে রূপান্তর করতে পারি। এর ফলে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ শনাক্ত করে সময়মতো জীবন বাঁচাতে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’
এই নতুন AI টুল আমাদের হৃদরোগ শনাক্তকরণের পদ্ধতিকে বদলে দিতে পারে। ECG একটি সাশ্রয়ী এবং সহজলভ্য পরীক্ষা, যা বিশ্বের প্রায় সব হাসপাতাল এবং ক্লিনিকে করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে লুকানো হৃদরোগ শনাক্ত করা সম্ভব হবে, যা রোগীদের জীবন বাঁচাতে সাহায্য করবে। EchoNext এখনও গবেষণার পর্যায়ে রয়েছে, তবে এর ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক।
