অনলাইন ডেস্ক : কুইবেকে ধাত্রীবিদ্যা বিশারদ স্ত্রীরোগ বিশেষজ্ঞদের (গাইনিকোলজিস্ট) পারিশ্রমিক কমানোর ঘোষণা দিয়েছে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য খাতের অন্যান্য শাখার বিশেষজ্ঞদের পারিশ্রমিকের সাথে সমন্বয় করার জন্য এটি করা হচ্ছে বলে জানানো হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এই খাতে ৬৫ মিলিয়ন ডলার ব্যয় কমানো হবে বলে ঘোষণা দিয়েছে কুইবেকের স্পেশালিস্ট ফিজিশিয়ান ফেডারেশন। এদিকে পারিশ্রমিক কমানোর ঘোষণায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন গাইনিকোলজিস্টের বিভিন্ন সমিতি ও সংগঠন। ভুক্তভোগীরা বলছেন, জীবন-যাত্রার ব্যয় যেভাবে বাড়ছে তাতে বেতন-ভাতা আরো বাড়ানো প্রয়োজন। সরকার তা না করে পারিশ্রমিক কমিয়ে আমাদের পরিবার পরিজনকে অনাহারে-অর্ধাহারে রাখতে চাইছে। কুইবেকের ধাত্রীবিদ্যা বিশারদ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সমিতির সভাপতি ইলিও ডেরিও গার্সিয়া ইমেইল বার্তায় সমিতির সব সদস্যকে আগেই সতর্ক করে বলেছিলেন যে, তাদের পারিশ্রমিক কমানো হতে পারে। তিনি বলেছিলেন, আমাদের সব সদস্য শিগগিরই পারিশ্রমিকের হার কমানোর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

ফেডারেশন অব কুইবেক স্পেশালিস্ট ফিজিশিয়ানের সিদ্ধান্তের সমালোচনা করে গার্সিয়া বলেন, স্বাস্থ্যখাতের ৩৫ টি বিশেষজ্ঞ দলের মধ্যে আমাদের অবস্থান ২৬ নম্বরে। এছাড়া গাইনিকোলজিস্টরা বছরে প্রায় ১০.৯ মিলিয়ন ডলার সরকারি কোষাগারে জমা দেয়। তারপরও আমাদের কাছ থেকে অর্থ কেটে নেয়ার কোনো যুক্তি থাকতে পারে না। তিনি বলেন, আমরা যেভাবে দিনরাত কাজ করি অন্যদের তা করতে হয় না। এমনকি অনেক সময় আমাদের সাপ্তাহিক ছুটি কাটানোরও সুযোগ থাকেনা। তাই আমাদের পারিশ্রমিকের সাথে অন্যদের তুলনা করাটা যুক্তিযুক্ত হচ্ছে না। তিনি মানবিক কারণে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান। সূত্র : রেডিও কানাডা