অনলাইন ডেস্ক : কুইবেকের সরকারি ভাষা ফ্রেঞ্চ হওয়া সত্তে¡ও এখন সেখানে এই ভাষা জানা থাকাটা আর বাধ্যতামূলক রইলো না। অন্তত কানাডা ইমিগ্রেশনের কাস্টমার সার্ভিস বিভাগে চাকুরির জন্য শুধু ইংরেজি ভাষায় দক্ষতা থাকলেই চলবে, ফ্রেঞ্চ ভাষা বাধ্যতামূলক নয়। গত মাসের শেষ দিকে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কানাডার অভিবাসন বিভাগের মন্ট্রিয়ল অফিসে যেসব এজেন্ট নিয়োগ করা হবে তাতে দরখাস্তকারীদের শুধু ইংরেজি জানলেই চলবে। প্রসঙ্গত এই মন্ট্রিয়ল অফিস থেকেই পুরো কানাডার ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হয়। সরকারি বিজ্ঞপ্তিটি অভিবাসন বিভাগে অভ্যন্তরীণভাবে একটি ই-মেইল বার্তায় প্রচার করা হয়েছে বলে রেডিও কানাডা জানতে পেরেছে। সাধারণত সরকারি চাকুরির খবর সব সময় কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে সবার জন্য প্রচার করা হয়। কিন্তু এ ক্ষেত্রে শুধু অভ্যন্তরীণভাবে জানানো হয়েছে, যা নজিরবিহীন। এছাড়া এসব চাকুরির ক্ষেত্রে দ্বৈত ভাষা জানা থাকাটা একটি একান্ত প্রয়োজনীয় শর্ত। কিন্তু এবার এজেন্ট নিয়োগের ক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষার শর্ত শিথিল করা হয়েছে। যা অভ‚তপূর্ব। এসব এজেন্টদের প্রস্তাবিত বার্ষিক বেতন ৫৫,৫৪৩ ডলার থেকে ৬০,১৩০ ডলার। ইতিপূর্বে এ ধরনের চাকুরির বিজ্ঞাপনে বলা থাকতো যে, ‘প্রার্থীকে অবশ্যই দ্বৈত ভাষায় (ফ্রেঞ্চ ও ইংলিশ) দক্ষ হতে হবে।’ এবার এই শর্তের শিথিলতার কারণ হিসেবে কোনো জোড়ালো যুক্তি দেখায়নি কর্তৃপক্ষ। তবে এর ফলে অভিভাসন প্রত্যাশীদের বিপাকে পড়তে হতে পারে বলে অনেকে মনে করছেন। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) বলেছে, শুধু ইংরেজি ভাষায় দক্ষ এজেন্ট নিয়োগের ফলে ফ্রেঞ্চভাষী অভিভাসন প্রত্যাশীরা বিপাকে পড়বে। প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে অন্যান্য বিভাগের মতো অভিবাসন বিভাগেও জট লেগে গেছে। প্রতিদিন শত শত অভিবাসন প্রত্যাশীর বিভিন্ন সমস্যা সমাধান ও প্রশ্নের জবাব দিতে এজেন্টরা হিমশিম খাচ্ছেন। তাই দ্রæত নতুন এজেন্ট নিয়োগ দিচ্ছে সরকার। সূত্র : রেডিও কানাডা