Home কানাডা খবর কোভিড ভ্যাকসিনের জন্য বিদেশী কূটনীতিকদের প্রতি ফোর্ড সরকারের আহ্বান

কোভিড ভ্যাকসিনের জন্য বিদেশী কূটনীতিকদের প্রতি ফোর্ড সরকারের আহ্বান

অনলাইন ডেস্ক : গত ১৮ই এপ্রিল, রবিবার অন্টারিও সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রিমিয়ার ডগ ফোর্ড প্রভিন্সের জন্য আরো কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য বিদেশী দূতাবাসের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “আমরা যখন অপেক্ষাকৃত কম বয়স্কদের জন্য এস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেবার জন্য ফেডারেল সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি এবং মডার্না ভ্যাকসিনের নতুন চালান কমানো হয়েছে, তখন প্রিমিয়ার বিদেশী দূতাবাসের বন্ধুদের প্রতি আহবান জানিয়েছেন, তাঁরা যেন সম্ভব হলে তাঁদের দেশ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন অন্টারিও’তে পাঠানোর জন্য তাঁদের সহযোগিতার হাত প্রসারিত করেন।”

প্রভিন্সের সরকার জানিয়েছে, গত ডিসেম্বরের কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়া শুরু হলেও ফেডারেল সরকার থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন যোগানের অভাবে ভ্যাকসিন কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে, যার ফলে সবাইকে দ্রুত ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না।

গত সপ্তাহে মডার্ণার পক্ষ থেকে কানাডাকে জানানো হয়েছে, এপ্রিলের শেষ নাগাদ ১.২ মিলিয়নের চালান কানাডায় এসে পৌঁছবে যার মধ্যে অন্টারিও’তে আসবে প্রায় পাঁচ লক্ষ। তবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ছয় লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি হতে পারে।
রোগ প্রতিষেধক বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি এখনও পঞ্চান্ন বছরের নীচে কাউকে এস্ট্রেজেনেকা টিকা দেওয়া যাবে কি না, এমন কোন সিদ্ধান্ত নিতে পারেনি। তবে স্বাস্থ্য বিষয়ক কিছু বিশেষজ্ঞের মতে, পঞ্চান্ন বছরের কম বয়স্কদেরও এ টিকা দেওয়া যেতে পারে। অন্টারিও সরকার মনে করে, যেহেতু দিন দিন কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং হাসপাতালে নতুন রুগীদের জায়গা দেওয়া যাচ্ছে না, সে কারণে অন্টারিওতে কম বয়স্কদের এ টিকা দেওয়া যেতে পারে।

গত রবিবার, অন্টারিও প্রভিন্সে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ছিল ৪,২৫০ জন। এক নাগারে গত পাঁচ দিন ধরে অন্টারিও’তে কোভিড এ আক্রান্তের সংখ্যা চার হাজারের উপরে রয়েছে। বর্তমানে প্রভিন্সের বিভিন্ন হাসপাতালে ২,১০৭ জন কোভিড রুগী ভর্তি রয়েছে, যাদের মধ্যে ৭৪১ জন নিবিড় পরিচর্যায় এবং ৫০৬ জনকে ভেন্টিলেটরের সহয়তায় শ্বাস-প্রশ্বাস নিতে হচ্ছে।

ফেডারেল এর তথ্য অন্যুায়ী, অটোয়া থেকে অন্টারিও’তে ইতোমধ্যে ৪,৮৫২,৮৮৫ ভ্যাকসিন ডোজ পাঠানো হয়েছে এবং এই প্রদেশে ৩,৮৩৭,৮৮১ ডোজ প্রয়োগ করা হয়েছে।
প্রভিন্স থেকে জানানো হয়েছে, প্রদেশের আরো বেশি ভ্যাকসিন প্রয়োগ করার ক্ষমতা থাকলেও, প্রয়োজনীয় যোগানের অভাবে এ প্রক্রিয়া বাধাগ্রস্থ হচ্ছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, “এই মহামারী থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে, খুবই দ্রæত সব মানুষকে ভ্যাকসিনের আওতার মধ্যে আনা। প্রিমিয়ার অন্টারিও’র সকলকে ভ্যাকসিন দেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

গত শুক্রবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রæডো জানিয়েছেন, তাঁর সরকার অন্টারিও’তে ভ্যাকসিন প্রক্রিয়ার সফলতার জন্য কানাডিয়ান রেডক্রস’কে তৈরী রেখেছে। প্রয়োজনে রেডক্রস এর সদস্যরা অন্টারিও’তে গিয়ে ভ্যাকসিন সংক্রান্ত যে কোন কাজ করতে সদা প্রস্তুত।
অন্টারিও’র প্রিমিয়ার ডগ ফোর্ডের দফতরের একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবকে অন্টারিও সরকার সাধুবাদ জানালেও, সরকার পক্ষ থেকে বলা হয়, সব আগে দরকার প্রভিন্সে প্রয়োজনীয় ভ্যাকসিন ডোজের সরবরাহ।

টুইটারের এক ভিডিও’তে দেখা গেছে, প্রধানমন্ত্রী ট্রুডো বলছেন, অন্টারিও’ র কোভিড অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য প্রভিন্সটিতে স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় রসদ পাঠানোর জন্য ফেডারেল সরকারের বিভিন্ন দফতর এবং কয়েকটি প্রভিন্স এক যোগে কাজ করছে।
(সূত্রঃ সিপি, টুয়েন্টি ফোর, টরন্টো)

Exit mobile version