মন্ট্রিয়ল ডেস্ক: ক্যুইবেকের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা ইতিমধ্যে সতর্কতা জারি করেছেন – ক্যুইবেকে ফিরে আসতে পারে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ৪র্থ ওয়েভ। ইতিমধ্যেই ক্যুইবেকে ডেল্টা ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন যাতে পূর্বের মত করোনা প্রতিরোধী সকল পদক্ষেপ অব্যাহত রাখার। বিশেষ করে মাস্ক পরিধান, দুই মিটার দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বন্ধ করা যাবে না।
গত বুধবারের রিপোর্ট অনুযায়ী, ক্যুইবেকে ডেল্টা ভ্যারিয়েন্টে ৫৭ জন নতুন করে সনাক্ত হয়েছেন। জুলাই এর শুরুতে কুইবেকে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন ৭৭ জন। ২৮ জুলাই পর্যন্ত ২০৯ আক্রান্ত হয়ে মোট সনাক্তের সংখ্যা হয় ২৮৬ জন। এছাড়া আলফা ভারিয়েন্টে আক্রান্ত ৭২২৫ জন।

এর মধ্যে বেশীরভাগ উচ্চ সংক্রামক ডেল্টা বি১.৬১৭ এ আক্রান্ত। সর্বমোট ৮৫১২ জন নতুন ভ্যারিয়েন্টগুলোতে সনাক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত ক্যুইবেকে মোট সনাক্তের সংখ্যা ৩৭৭,২৯৭ জন।

ক্যুইবেকে স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে বলেন, সবার জন্য আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন রয়েছে। আমাদেরকে এটার সুযোগ নিতে হবে।