মন্ট্রিয়ল ডেস্ক: ভ্যাকসিন না দেওয়াতে ১৫ই অক্টোবর শুক্রবার ক্যুইবেকে বাতিল হচ্ছে ৪৩৩৮ নার্সের লাইসেন্স। দ্যা ক্যুইবেক অর্ডার অব নার্সেস এর তথ্য অনুযায়ী, ২৮০৭ জন নার্স একটি করে ভ্যাকসিন দেওয়ায় এবং ২৮০৭ জন নার্স কোন একটিও ভ্যাকসিন না দেওয়াতে শুক্রবারের মধ্যেই তাদের লাইসেন্স বাতিলের সতর্কতা দেয়া হয়েছে।

মহামারি কোভিড ১৯ এর বিরুদ্ধে প্রতিরোধী ব্যবস্থা না নেয়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮০৫০০ জন নার্সের মধ্যে ৪৩৩৮ নার্স ডাবল ডোজ ভ্যাকসিন নিতে অস্বীকার করেন। এদিকে ৫৭১৬ জন নার্সের ভ্যাকসিনেশন স্ট্যাটাস এখনো নিশ্চিত না হওয়াতে তাদের বিরুদ্ধে এখনই কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে বলেন, প্রায় ১৫০০০ স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন না নেয়াতে আগামী শুক্রবার থেকে বেতন ছাড়াই বরখাস্ত হবেন। বরখাস্ত এবং বেতন না পাওয়া তারা ডাবল ডোজ ভ্যাকসিন নেয়ার প্রমাণ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া ছাড়া ইতিমধ্যে ভ্যাকসিন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা ১ম ডোজের পর ২১ দিন অপেক্ষা করে তবেই ২য় ডোজ দিতে হবে, এরপর তারা চাকুরিতে ফিরতে পারবেন।