Home আন্তর্জাতিক ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাবাহিনীর

ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক : সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাংয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত একটি আর্টেকেলে মিং অং হ্লাং বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চর্চার আহ্বান জানিয়েছেন। তবে কখন নির্বাচন হবে সেই বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু বলা হয়নি। মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমার সরকার।

এর আগে সোমবার সকালে সেনারা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট, এনএলডি নেতা অং সান সু চিসহ শীর্ষ নেতাদের গ্রেফতার করে।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনকে ব্যাপক কারচুপি আখ্যা দিয়ে এই সেনা অভ্যুত্থান বৈধতা নেওয়ার চেষ্টা করছে মিয়ানমারের সেনাবাহিনী। আইনসম্মত পন্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে।

Exit mobile version