অনলাইন ডেস্ক : এবার গাজার মানবিক আশ্রয়কেন্দ্রগুলো থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, মধ্যপ্রাচ্য সংকট সমাধান ও গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের আশায় পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

গাজায় টানা ১২৩ দিন ধরে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শতশত বাড়ি ধ্বংস হয়ে বাস্তুচ্যুত হয়েছে গাজার অন্তত ৮৫ শতাংশ অধিবাসী। ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ করে রাখা আল-আমাল হাসপাতালে আশ্রয় নেয়া অন্তত আট হাজার ফিলিস্তিনিকে নিরাপদে সরিয়ে নিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।

জাতিসংঘ সাহায্য সংস্থার মতে, গাজার হাসপাতালের পাশাপাশি ত্রাণসামগ্রী বহনকারী ট্রাকও ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না। তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ।

এদিকে, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে গতকাল সৌদি যুবরাজের সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির স্থায়ী সমাধানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কাতার, মিশর ও তেল আবিব সফরে থাকবেন। গেলো চার মাসে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজার চারশ’।

সূত্র: আল জাজিরা