Home আন্তর্জাতিক গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজায় ইসরাইলি বিমান হামলা

অনলাইন ডেস্ক : আবারো ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজা থেকে ইসরাইলের উদ্দেশ্যে দুটি রকেট হামলা চালালে তার জবাব দিতেই এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। রকেট হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়। সংবাদমাধ্যম ডব্লিউআইওএন জানিয়েছে, রকেট দুটি ইসরাইলের মধ্যে কোনো টার্গেটে আঘাত না করে উন্মুক্ত স্থানে বিস্ফোরিত হয়েছে।

ইসরাইলের দাবি, ফিলিস্তিনি সংগঠন হামাস ওই রকেট দুটি ছুড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছে তারা। জবাবে হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। এরমধ্যে রয়েছে কয়েকটি ওয়ার্কশপ।

সেখানে হামাস রকেটসহ অন্যান্য অস্ত্র উৎপাদন করতো। তবে ইসরাইলি হামলায় কেমন ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা সে খবর জানা যায়নি। হামাস বা ফিলিস্তিনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

Exit mobile version