Home আন্তর্জাতিক গাজায় গণহত্যায় ইসরায়েলকে ঢালাও সমর্থন: নিজ দেশেই বেকায়দায় যুক্তরাষ্ট্র

গাজায় গণহত্যায় ইসরায়েলকে ঢালাও সমর্থন: নিজ দেশেই বেকায়দায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : গাজায় গণহত্যায় ইসরায়েলকে ঢালাও সমর্থন দিয়ে নিজ দেশেই ক্রমবর্ধমান বিক্ষোভে বেকায়দায় যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন শহরে।

স্থানীয় সময় বৃহস্পতিবারের (১৪ ডিসেম্বর) বিক্ষোভে অংশ নেয়া উল্লেখযোগ্য একটি অংশ যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিরা। তাদের দাবি, ইহুদি রক্ষার নামে চলমান বর্বর অভিযান অবিলম্বে বন্ধ হোক। লবি গ্রুপ ‘জিউস ভয়েস ফর পিস’ জানিয়েছে, ওয়াশিংটনের নিউইয়র্ক অ্যাভিনিউ যাওয়ার ওভারপাস অবরোধ করে যুদ্ধবিরতি দাবি তোলা হয়েছে। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দিনের ব্যস্ত সময়ে মূল মহাসড়ক অবরোধ করে দুই শতাধিক বিক্ষোভকারীরা। ওই কর্মসূচি থেকে ৩০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। সংযোগ সেতু অবরোধ হয়েছে ওয়াশিংটন, বোস্টন, আটলান্টা, শিকাগো, সিয়াটল, মিনিয়াপোলিস, অরেগন ও পোর্টল্যান্ডে।

বিক্ষোভকারীদের হাতে ছিলো নিরস্ত্র গাজাবাসী সমর্থনে ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা শ্লোগান। শত শত বিক্ষোভকারী বোস্টন শহরের একটি ব্যস্ত মোড় অবরোধ করলে স্থবির হয়ে পড়ে ১৫টি ট্র্যাফিক লেনে যান চলাচল।

বুধবারও গাজাবাসীর সমর্থনে বিক্ষোভে হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। এসময় যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিরা মহাসড়ক অবরোধ করে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানান। সূত্র: রয়টার্স

Exit mobile version