অনলাইন ডেস্ক : গুগল থেকে চাকরি ছাড়ার পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বিপদ নিয়ে সতর্ক করেছেন এআই ‘গডফাদার’ জিওফ্যারি হিন্টন। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য তার এখন অনুশোচনা হচ্ছে। খবর বিবিসির
তিনি বলেন, ‘এআই চ্যাটবটের বেশ কিছু বিষয় ‘বেশ ভয়ংকর’। এই মুহূর্তে তারা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান নয় কিন্তু খুব দ্রুতই তারা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে।’