অনলাইন ডেস্ক : রাজধানীর ধোলাইখালে হামলায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খেয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি। খাবারের মেনুতে ছিল খাসি, মুরগির মাংস, মাছ, রোস্ট ও সবজি। এছাড়া আম, মালটা, আঙ্গুর ও ড্রাগন ফলও ছিল খাবারের টেবিলে।

খাবার গ্রহণের কিছু পর ডিবির একটি গাড়িতে করে গয়েশ্বরকে বিএনপির অফিসে পৌঁছে দেন ডিবি সদস্যরা।

শনিবার (২৯ জুলাই) দুপুরে ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে অফিসে দিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংঘর্ষের সময় মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেওয়া হয়েছিল। সেখান থেকে অফিসে দিয়ে যায়।