Home আন্তর্জাতিক চীনের অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

চীনের অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শানতাও শহরে মঙ্গলবার রাতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এই খবর নিশ্চিত করেছে।

জেলা ফায়ার সার্ভিস বিভাগের তথ্য অনুযায়ী, চাওনান জেলায় রাত ৯টা ২০ মিনিট নাগাদ আগুন লাগে এবং ৪০ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভবনটি ছিল চারতলা বিশিষ্ট। আগুন প্রায় ১৫০ বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। তবে এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি।

কয়েক সপ্তাহ আগেই হংকং আধুনিক ইতিহাসে অন্যতম মারাত্মক অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে। সেখানে একাধিক বহুতল আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। আল জাজিরার খবর অনুসারে, হংকংয়ের গত ৭৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ আগুন।

সূত্র: গালফ নিউজ

Exit mobile version