অনলাইন ডেস্ক : শ্বাসের সঙ্গে গ্রহণ করা যায় এমন কোভিড ভ্যাকসিন উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। ৫ম হাইনান আন্তর্জাতিক স্বাস্থ্য শিল্প প্রদর্শনীতে ১২ নভেম্বর এই ভ্যাকসিন গ্রহণ পদ্ধতি প্রদর্শন করা হয়। চীনা গণমাধ্যম সিজিটিএনের খবরে জানানো হয়েছে এটিই বিশ্বের প্রথম শ্বাসের সঙ্গে গ্রহণযোগ্য কোভিড ভ্যাকসিন। এক প্রতিবেদনের সঙ্গে যুক্ত ভিডিওতে দেখা গেছে, বায়বীয় ওই ভ্যাকসিন একটি জারের মধ্যে রাখা থাকে। যিনি ভ্যাকসিন নেবেন তাকে মুখ দিয়ে ওই জার থেকে ভ্যাকসিন টেনে নিতে হয়। পুরো প্রক্রিয়াটি সাধারণ উপায়ে দেয়া ভ্যাকসিনের থেকে অনেক সহজ। এই ভ্যাকসিন সরাসরি মানুষের শ্বাসযন্ত্রে পৌঁছে যায় এবং সেখানেই দেহে কোভিডের বিরুদ্ধে কার্যকরি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে।