Home আন্তর্জাতিক জনসম্মুখে আসছেন না কিম, ফের মৃত্যুর গুঞ্জন

জনসম্মুখে আসছেন না কিম, ফের মৃত্যুর গুঞ্জন

অনলাইন ডেস্ক : প্রায় তিন সপ্তাহ ধরে জনসম্মুখে আসছেন না উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এতে তার মৃত্যু নিয়ে আবারো গুঞ্জন শুরু হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার উত্তর কোরিয়ার স্ট্যাট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যান পদে কিমের নিয়োগ পাওয়ার চার বছর পূর্তি উদযাপন করা হয়। তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিম জং উন।

এর আগে গত এপ্রিলে ২০ দিন জনসম্মুখের বাইরে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেই সময় গুঞ্জন উঠেছিল তিনি মারা গেছেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রকাশ্যে আসেন পহেলা মে। কিন্তু গত ৭ জুনের পর রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া কিমের কূটনৈতিক সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র আদান-প্রদানের খবর দিলেও তার চেহারা দেখা যায়নি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কনো এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কিমের স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে কিছু সন্দেহজনক তথ্য আছে। তিনি জানান, দেশটিতে করোনা ভাইরাস মহামারী ছড়িয়েছে। এ থেকে বাঁচতে কিম নানা উপায় অবলম্বন করছেন। তার চলাফেরা খুবই সন্দেহজনক।

Exit mobile version