Home আন্তর্জাতিক ‘সিন্ধু দিয়ে হয় পানি বইবে, নাহলে ভারতীয়দের রক্ত’

‘সিন্ধু দিয়ে হয় পানি বইবে, নাহলে ভারতীয়দের রক্ত’

অনলাইন ডেস্ক : সিন্ধু নদীর পানি আটকে দেওয়ায় ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলওয়াল ভুট্টো।তিনি বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, নাহলে ভারতীয়দের রক্ত বইবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শুক্রবার ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, পাকিস্তানে ভারত থেকে নদীর এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছেন তারা। এই ঘোষণার পর আজ শনিবার এক জনসভায় বিলওয়াল ভুট্টো বলেন, ‘সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে— হয় এটি দিয়ে পানির স্রোত বইবে নয়ত তাদের (ভারতীয়) রক্ত বইবে।’

গত ২২ এপ্রিল পেহেলগামে ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। পাকিস্তানও পাল্টা কিছু পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে দুই বৈরি দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বুধবার পাকিস্তারনর সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তিমন্ত্রী।

Exit mobile version