মুন্নি আহমেদ : আমি জন্ম নিতে চাই আবার তোমার হয়ে। যেখানে তুমি রবে সারাটা জীবন আমার তরে। যদি জন্ম নাও আকাশ হয়ে, আমি তবে হবো তার মেঘ হয়ে। লেপ্টে থাকবো আমি শুধুমাত্র তোমার গায়ে সেই নীল আকাশের নীল হয়ে। জন্ম যদি হয় আমার নদী হয়ে, তুমি ডিঙ্গি হয়ে ঘুরে বেড়াবে আমার এই শূন্য বুকে। জন্ম নেই আমি সে যা-ই হয়ে, বেঁচে থাকতে চাই শুধু তোমারই সাথে একাত্মে একেবারেই নিবিড় হয়ে!

‘জন্মাবো আমি তোমার হয়ে’

চাই জন্ম নিতে আকাশ হয়ে
যাতে তুমি মেঘ হয়ে আসো আমার কাছে।
অথবা পাখি হয়ে উড়ে উড়ে যাও
আমার সারা আকাশ জুড়ে,
উড়োজাহাজ হয়ে কি উড়বে
বিকট শব্দে আমার বুকে।
বারে বার চমকে উঠবো আমি
ভাববো আমি কে রে এভাবে
ভয় দেখিয়ে যায় আমাকে!
চাইতো আমি শুধু তোমারই হতে
চাই জন্ম নিতে নদী হয়ে
কত শত নৌকোর ভীড়ে
তোমার ডিঙ্গিটা তো দেখবো সেখানে,
হোক আমার উপর যত
বিশাল জাহাজের ভারী ইঞ্জিনের আনাগোনা
তবুও তো ভাববো মনে
এর মাঝে তো একজন হয়ে থাকবে তুমি!
চাই তো আমি ফুলের বাগান হতে
যেথায় তুমি ঘুরে বেড়াবে,
ফুল তোমার সে যা-ই পছন্দ
সেটা শত ব্যাথা হলেও তোমায় ছিড়ে দিব।
যদি পারতাম তবে সাজিয়ে দিতাম
আমারই বাগানের নানা রঙের ফুলে,
তবু হতে চাই আমি তোমারই
সাথী হয়ে সারাটি জীবনের!