Home কানাডা খবর জলবায়ু পরিবর্তন রোধে র‌্যালি

জলবায়ু পরিবর্তন রোধে র‌্যালি

গত ২২ শে অক্টোবর প্রেইরী ড্রাইভ পার্ক রেসিডেন্ট পরিচালিত গ্রæপ এবং ওয়েস্ট স্কোরবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টারের যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তন রোধে একটি কমিউনিটি র‌্যালির আয়োজন করা হয়। ভিক্টোরিয়া পার্ক সাবওয়েতে অনুষ্ঠিত উক্ত র‌্যালীতে ২৫ জনের অধিক রেসিডেন্ট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনের শুরুতে জলবায়ু পরিবর্তনে করণীয় সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার শাহ গোলাম মহিউদ্দিন।

তিনি আরো বলেন, ময়লা আবর্জনা পচে সৃষ্ট গ্যাস হইতে ক্ষতিকারক গ্রীনহাউস গ্যাস তৈরি হয়। তাই উক্ত ময়লা আবর্জনা দিয়ে প্রয়োজনীয় কম্পোস্ট তৈরির মাধ্যমে জিরো ওয়েস্ট করে পরিবেশের উন্নতি করা যায়। পরিশেষে সকলের মধ্যে জলবায়ু পরিবর্তনের লোগো সম্বলিত টুপি বিতরণ করা হয়। শরৎ ঋতুতে গ্রীষ্মকালের মত সুন্দর ও মনোমুগ্ধকর আবহাওয়া সবাই উপভোগ করেন। উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইনুল, রবিউল, সাব্বির, শিবলী, সেলিনা প্রমুখ। অবশেষে কমিউনিটি সেন্টার এর অন্যতম কর্মকর্তা জেরিন ও আয়েশার সার্বিক তত্ত¡াবধানে কমিউনিটির সদস্যদের সহ ইয়র্কডেল মল পরিদর্শন করা হয়।

Exit mobile version