গত ১৯ ফেব্রুয়ারি জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর ২০২৩-২০২৬ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের দিন ভোটারদের উত্সাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়, গ্রেটার টরন্টোর বিভিন্ন প্রান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার স্বতস্ফূর্তভাবে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসোসিয়েশনের কয়েকজন সম্মানিত সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, টরন্টোর বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সিলেটবাসীর উপস্থিতিতে ভোটকেন্দ্রের বাইরের পরিবেশ উত্সবমুখর হয়ে উঠে। নির্বাচনে মাহবুব চৌধুরী (রনি) সভাপতি এবং মেহেদী শরীফ (মারুফ)সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও মোঃ মকবুল হোসেন (নির্বাহী সহ-সভাপতি), হোসেন আহমেদ (সহ-সভাপতি, সিলেট), স্বর্নালী মুক্তা (সহ-সভাপতি, মৌলভীবাজার), ফজলুল করিম (সহ-সভাপতি, সুনামগঞ্জ), আসজাদ বখত চৌধুরী (সহ-সভাপতি, হবিগঞ্জ), এজাজ চৌধুরী (সহ-সাধারণ সম্পাদক), আবু জহির শাকিব (সহ-সাধারণ সম্পাদক), রাসেল আহমেদ (সাংগঠনিক সম্পাদক), মনসুর আহমেদ (সহ-সাংগঠনিক সম্পাদক), আব্দুস সালাম (দপ্তর সম্পাদক), ফারুক আহমেদ (অর্থ সম্পাদক), মাসুম মুনীম (সহ-অর্থ সম্পাদক), হাসান তারেক ইমাম (প্রচার সম্পাদক), সঞ্জীব রায় (সহ-প্রচার সম্পাদক), তাফাসিন চৌধুরী (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), হাবিবুর রহমান চৌধুরী (ধর্ম সম্পাদক), আলী হোসেন (সহ-ধর্ম সম্পাদক), জুয়েল আহমেদ (ক্রীড়া সম্পাদক), নাহিদ আহমেদ (সহ-ক্রীড়া সম্পাদক), জাহানারা নাসিমা (মহিলা সম্পাদক), তাহমিনা চৌধুরী (সহ-মহিলা সম্পাদক), মির্জা রিফ্ফাত নূয়েরীন (সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক), নাঈম চৌধুরী (সহ-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক), মেহেদী রেদোয়ান চৌধুরী (কার্যকরী সদস্য), ইলিয়াছ খান (কার্যকরী সদস্য), বিবেক সেন (কার্যকরী সদস্য) এবং কাশেম আহমেদ (কার্যকরী সদস্য) হিসাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবিধানের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সংবিধানের আলোকে সার্চ কমিটির মাধ্যমে গত ২৫শে ডিসেম্বর ৫ সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়। নানা ধরণের বাধা-বিপত্তি এবং অপপ্রচার সত্বেও নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষ অবস্হানে দৃঢ? থেকে সততা এবং দক্ষতার সাথে সংবিধানের দিকনির্দেশনা অনুযায়ী সাফল্যের সাথে নির্বাচন পরিচালনার কাজ সম্পন্ন করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মুশতাক আহমদ, নির্বাচন কমিশনার সরোয়ার জিল্লুল মোস্তফা, নির্বাচন কমিশনার জামসেদ মিসকাত ফারুক চৌধুরী, নির্বাচন কমিশনার আজফর আহমদ সৈয়দ (ফেরদৌস) এবং নির্বাচন কমিশনার সাকের মোস্তফা চৌধুরী। হাসান তারেক ইমাম (প্রচার সম্পাদক) জালালাবাদ এসোসিয়েশন অব টরান্টো। প্রেস বিজ্ঞপ্তি