Home কানাডা খবর জীবনের প্রথম টিকিটের লটারিতে ৩৮৪ কোটি টাকা!

জীবনের প্রথম টিকিটের লটারিতে ৩৮৪ কোটি টাকা!

অনলাইন ডেস্ক : জীবনে প্রথমবারের মতো কেনা লটারির টিকেটে ৪৮ মিলিয়ন কানাডীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮৪ কোটি টাকার বেশি) পেয়েছে কানাডার ১৮ বছর বয়সি জুলিয়েট ল্যামর। খবর: বিবিসি’র।

গত ৭ জানুয়ারি লটারির ড্র হয়। কয়েকদিন খোঁজই ছিল না এই কিশোরীর। প্রতিবেশী একজন এতে পুরস্কার পেয়েছে শুনে মোবাইল অ্যাপে নিজের টিকিট বের করতেই চক্ষু চড়কগাছ, সর্বোচ্চ পুরস্কারটি তার। বিশ্বাসই হচ্ছিল না তার, গোল্ড বল জ্যাকপট জিতে ফেলেছে সে।

গতকাল শুক্রবার ওন্টারিও লটারি অ্যান্ড গেমি করপোরেশন আনুষ্ঠানিকভাবে কিশোরীর হাতে ৪৮ মিলিয়নের চেক হস্তান্তর করে। ওন্টারিওর সল্ট ম্যারি শহরের বাসিন্দা জুলিয়েট। কানাডার ইতিহাসে সবচেয়ে কম বয়সি পুরস্কার বিজেতা সে। বাবার সহযোগিতা নিয়ে খুব বুঝেশুনে এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রী জুলিয়েট ল্যামর। আগে চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করতে চায় সে। এ ক্ষেত্রে তাকে ঋণের বোঝা মাথায় নিয়ে চলতে হবে না।

লটারি টিকিট দেখার সময় কর্মস্থলে ছিল সে, অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আগেভাগেই বাসায় চলে যাওয়ার অনুমতি দিলেও জুলিয়েট ল্যামরের মা তাকে কাজ শেষ করেই বাসায় ফিরতে বলেন।

 

Exit mobile version