Home আন্তর্জাতিক হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের সঙ্গে ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়াসহ আরও যারা

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের সঙ্গে ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়াসহ আরও যারা

অনলাইন ডেস্ক : বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর, ইসরায়েলের রাজধানী তেল আবিবের সঙ্গে আগামী দুই দিনের জন্য ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। খবর এনডিটিভি

রোববার (৪ মে) সকালে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে পড়ে যায় দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এরপর বিমানটি জরুরি ভিত্তিতে আবু ধাবিতে অবতরণ করে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাদের বৈধ টিকেট রয়েছে তাদের টিকেটে ছাড় দেয়া হবে অথবা পুনরায় ভ্রমণের তারিখ নির্ধারণের সুযোগ দেয়া হবে। মূলত যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সকল যাত্রীদের ৪ থেকে ৬ মে পর্যন্ত ফ্লাইট বুকিং দেয়া রয়েছে তাদের জন্য এককালীন অফার সুবিধা প্রদান করা হবে। অথবা তারা চাইলে টিকেট বাতিল করে অর্থ ফেরত নিতে পারে। কারণ এয়ার ইন্ডিয়ার যাত্রী ও ক্রুদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় চারজন আহত হয়েছে। হামলার পরই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারিন জানিয়েছেন, বিমান চলাচলের জন্য বেন গুরিয়ন বিমানবন্দর আর নিরাপদ নয়।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টজ এ হামলার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, তাদের ওপর সাতগুণ শক্তি নিয়ে হামলা চালানো হবে।

ইসরায়েলের সঙ্গে ফ্লাইট বাতিলের মধ্যে রয়েছে- অস্ট্রিয়ান এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, রায়ানএয়ার, আজারবাইজান এয়ারলাইনস, ব্রিটিশ এয়ারওয়েজ এবং এয়ার ইউরোপা। এছাড়া উইজ এয়ার, লুফথানসা, সুইস এবং আইটিএ এয়ারলাইন্স আগামী মঙ্গলবার পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে।

Exit mobile version