অনলাইন ডেস্ক : কানাডার অর্থনীতিতে গত জুলাই মাসে ৯৪ হাজার জনের নতুন কর্মসংস্থান হয়েছে। ধারণার চাইতে এই সংখ্যা অনেক কম হলেও এতে দেশটির বেকারত্বের হার কমে ৭.৫% তে দাঁড়িয়েছে।
গত শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান কানাডার হিসাব অনুযায়ী নতুন কর্মসংস্থানের সিংহভাগই হয়েছে অন্টারিওতে। সেখানে নতুন করে চাকুরিতে যোগ দিয়েছেন ৭২ হাজার জন। বাকি ১২ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে ম্যানিটোবা, নোভা স্কশিয়া ও প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। বাকি প্রদেশগুলোতে কর্মসংস্থানের হার কমেছে অথবা অপরিবর্তিত রয়েছে।
পরিসংখ্যান কানাডার প্রতিবেদনে আরো বলা হয়, নতুন চাকুরির বেশিরভাগই বেসরকারি খাতে হলেও এগুলো প্রায় সবই ‘ফুল টাইম জব’।
প্রসঙ্গত কানাডায় করোনা মহামারিতে ২ লাখ ৩১ হাজার লোক বেকার হয়েছেন। অর্থনীতিবিদরা জুলাইয়ে ১ লাখ ৬৫ হাজার কর্মসংস্থানের আশা করেছিলেন।
তবে আশার তুলনায় কম কর্মসংস্থান হলেও জুলাইয়ে দেশে বেকারত্বের হার কমেছে। ব্যাংক অব মন্ট্রিলের অর্থনীতিবিদ ডোগ পোরটার বলেন, চাকুরির বাজার সঠিক পথেই আছে। সংখ্যার দিক দিয়ে গত মাসের হিসাব কিছুটা মন্দা মনে হলেও বিশ্ব বাজারের তুলনায় আমাদের অবস্থা যথেষ্ট ভালই বলতে হবে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, চলতি মাসে ‘জব মার্কেট’ আবার নেতিবাচক দিকে যেতে পারে।
কানাডা চেম্বার অব কমার্স বলেছে, জুলাইয়ের জব মার্কেটের চিত্র দেখে আমরা সহজেই অনুমান করতে পারি যে দেশের অর্থনীতি কতটা ধীর গতিতে এগুচ্ছে। চেম্বারের এক বিবৃতিতে বলা হয়, মহামারির কারণে অনেকে পেশা পরিবর্তনে বাধ্য হয়েছে। অনেকে তাদের দীর্ঘ দিনের চেনা পরিবেশ ছেড়ে নতুন পরিবেশে কাজ শুরু করেছে। এতে প্রথম দিকে উৎপাদনশীলতায় বিরূপ প্রভাব পড়লেও ধীরে ধীরে তা কেটে যাবে। আমরা আশা করছি আগামী ১৮ মাসের মধ্যে দেশের অর্থনীতি ২০২০ সালের ফেব্রæয়ারির অবস্থায় ফিরে যাবে। সূত্র : সিবিসি নিউজ