আরিফ হোসেন বনি : গত ২৭শে মে শুক্রবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারির কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ এর রচয়িতা লেখক এবং সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী স্মরণে ৩০০০ ড্যানফোর্থের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টরন্টো ফিল্ম ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে এই স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল গাফফার চৌধুরীর চাচাতো ভাই বাংলা সাহিত্যের বরেণ্য কবি আসাদ চৌধুরী।
বাঙালির কাছে আবদুল গাফফার চৌধুরী এক সুপরিচিত নাম। একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী গত ১৯শে মে বৃহস্পতিবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জীবনের শেষ সময় পর্যন্ত রাজনীতিসহ নানা বিষয়ে তিনি লিখে গেছেন। ধর্মনিরপেক্ষতার এক বলিষ্ঠ কণ্ঠস্বর আবদুল গাফফার চৌধুরী তাঁর অসংখ্য সৃষ্টি আর বাঙালির চেতনা বিনির্মাণে অসামান্য অবদান রাখার জন্য চিরকাল শ্রদ্ধাভরে বাংলার মানুষের কাছে স্মরনীয় হয়ে থাকবেন। সত্যিকার অর্থে আব্দুল গাফফার চৌধুরী ছিলেন জাতির বিবেক ও বাতিঘর।
টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে বক্তারা আবদুল গাফফার চৌধুরীর জীবন ও কর্ম এবং তাঁর সাথে তাদের স্মৃতিময় ঘটনার দর্শকদের কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল এবং কার্যনির্বাহী সদস্য আরিফ ভূঁইয়ার সম্পাদিত আবদুল গাফফার চৌধুরীর জীবন ও কর্ম বিষয়ে দুটি স্বল্পদৈর্ঘের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। স্মরণ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কবি আসাদ চৌধুরী, আবদুল গাফফার চৌধুরী ভাগ্নি মুন্নী সুবহানী, ভাইয়ের ছেলে চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব ফুয়াদ চৌধুরী, সাংবাদিক শেখ শাহনওয়াজ, চলচ্চিত্র লেখক ইকবাল করিম হাসনু, ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গফফার, ডাঃ মিজানুর রহমান, ডাঃ মাহবুব বাদল, চলচ্চিত্র নির্মাতা আমিনুল ইসলাম খোকন, কবি দেলওয়ার এলাহী, কবি ও সাংবাদিক সাহিদুল আলম টুকু এবং সংগীত শিল্পী মৈত্রেয়ী দেবী।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ অনলাইনে ঢাকা থেকে আবদুল গাফফার চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন। স্মরণ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক সোলায়মান তালুত রবিন।