Home কানাডা খবর টরন্টোতে শতকন্ঠে একুশের গান

টরন্টোতে শতকন্ঠে একুশের গান

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টরন্টোর ডেন্টনিয়া পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনুমেন্টর সামনে ২০ ফেব্রুয়ারি বিকাল ৩ঃ৩০ মিনিটে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার, নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, আলোকচিত্র শিল্পী, কলাকুশলী, নির্দেশক, সংগঠক, কিশোর- কিশোরীসহ, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সকলে একত্রে একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রæয়ারি আমি কি ভুলিতে পারি?” পরিবেশন করেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিল “সর্বজনীন একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি, টরন্টো’র সাংস্কৃতিক উপ- পরিষদ”।

Exit mobile version