Home কানাডা খবর টরন্টোর কমিউনিটি নেতা এজাজ ও বাবলু খানের মাতা ইন্তেকাল করেছেন

টরন্টোর কমিউনিটি নেতা এজাজ ও বাবলু খানের মাতা ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক : টরন্টোর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সুফিয়া গ্রোসারির স্বত্বাধিকারী ও সমাজসেবক এজাজ খান ও বাবলু খানের মাতা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাত ১০টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, চার কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্থানীয় মসজিদ আল আবেদিনে জোহরের নামাজের পর মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে CBI Funeral Services-এর তত্ত্বাবধানে মরহুমাকে পাইনরিজ সেমেটারি, পিকারিংয়ে দাফন করা হয়।

এই জানাজা ও দাফন কার্যক্রমে Masjid Al Abedin কর্তৃপক্ষ ও CBI Funeral Services আন্তরিক সহযোগিতা প্রদান করে।

জানাজা ও দাফনে টরন্টোর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।

শোক প্রকাশ করে বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব এজাজ আহমদ খান তার পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া, সহমর্মিতা ও উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Exit mobile version