Home আন্তর্জাতিক মার্কিন মুসলিম অধিকার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলেন ফ্লোরিডার গভর্নর

মার্কিন মুসলিম অধিকার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলেন ফ্লোরিডার গভর্নর

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকান-ইসলামিক রিলেশন্স কাউন্সিল (কেয়ার)-কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস। টেক্সাসে গত মাসে নেওয়া একই ধরনের সিদ্ধান্তের পর তিনি এ ঘোষণা দিলেন।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় এক্স-এ প্রকাশিত এক নির্বাহী আদেশে কেয়ারের বিরুদ্ধে তিনি এই নির্দেশনা জারি করেন। একইসঙ্গে ‘মুসলিম ব্রাদারহুড’কেও একই তকমা দেওয়া হয়।

প্রাদেশিক সরকার ‘সন্ত্রাসী’ তকমা দিলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কেয়ার বা মুসলিম ব্রাদারহুড—কোনোটিকেই ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেনি।

ওই আদেশে ফ্লোরিডার বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এসব সংগঠন বা যেসব ব্যক্তি এদের সহযোগিতা করেছেন, তাদের কোনো ধরনের চুক্তি, চাকরি কিংবা অর্থ বরাদ্দ না দেয়।

গভর্নরের ঘোষণার পর ইমেইলে পাঠানো এক বিবৃতিতে কেয়ারের কেন্দ্রীয় ও ফ্লোরিডা শাখা জানিয়েছে, গভর্নর ডেস্যান্টিসের ‘অসাংবিধানিক’ ও ‘মানহানিকর’ ঘোষণার বিরুদ্ধে তারা মামলা করবে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কেয়ারের যুক্তরাষ্ট্রজুড়ে ২৫টি শাখা রয়েছে।

গত মাসে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ ঘোষণা দিলে কেয়ার তার বিরুদ্ধেও ফেডারেল আদালতে আবেদন করে। মামলায় তারা বলে, এ ঘোষণা ‘মার্কিন সংবিধানের পরিপন্থী’ এবং এর পক্ষে ‘টেক্সাসের কোনো আইনগত ভিত্তি নেই।’

অন্যদিকে, মিসরভিত্তিক মুসলিম ব্রাদারহুড প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের নানা দেশে তাদের শাখা রয়েছে। সংগঠনটির নেতারা বলেন, বহু আগেই তারা সহিংসতা পরিত্যাগ করেছেন এবং নির্বাচন ও শান্তিপূর্ণ উপায়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করেন। তবে সমালোচকেরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকার সংগঠনটিকে হুমকি হিসেবে দেখে।

Exit mobile version