অনলাইন ডেস্ক : জার্মানি, ইতালি ও গ্রিসভিত্তিক চারটি সংগঠনকে বিশ্ব সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
জার্মানি, ইতালি ও গ্রিসভিত্তিক চারটি সংগঠনকে বিশ্ব সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও জানান, এ গোষ্ঠীগুলোকে ‘সহিংস অ্যান্টিফা নেটওয়ার্ক” হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ২০ নভেম্বর থেকে এগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) হিসেবেও ঘোষণা করা হবে। খবর রয়টার্সের।
রুবিও বলেন, ‘এসব গোষ্ঠী বিপ্লবী অরাজকতাবাদী বা মার্কসবাদী মতাদর্শে বিশ্বাসী এবং ‘অ্যান্টি-আমেরিকানিজম’, ‘অ্যান্টি-ক্যাপিটালিজম’ ও ‘অ্যান্টি-ক্রিশ্চিয়ানিটি’র নামে দেশে-বিদেশে সহিংসতা উসকে দিচ্ছে। যুক্তরাষ্ট্র এদের তহবিল ও সম্পদ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেবে।
ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বামপন্থি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এর আগে প্রথম মেয়াদেও তিনি অ্যান্টিফাকে লক্ষ্যবস্তু করার হুমকি দেন এবং গত সেপ্টেম্বরে এক নির্বাহী আদেশে অ্যান্টিফাকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে ঘোষণা করেন। অ্যান্টিফা একটি বিকেন্দ্রীভূত আন্দোলন, যার কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা কাঠামো নেই। যুক্তরাষ্ট্রের দাবি, জার্মানভিত্তিক অ্যান্টিফা ওএসটি ২০১৮–২০২৩ সালে ডানপন্থি কর্মীদের বিরুদ্ধে বহু হামলা চালিয়েছে এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বুদাপেস্টে আরও হামলা চালিয়েছিল।
