মোশাররফ হোসেন: চট্টগ্রাম সমিতি টরন্টোর ইফতারে বিপুল সমাগম ঘটেছে। ৯ রয়াল লিজিয়ন হলে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা দিতে আয়োজক নেতৃবৃন্দ হিমসিম খান। করোনা উত্তর চট্টগ্রামবাসী দীর্ঘদিন পর মিলিত হতে পেরে আনন্দিত ও গর্বিত।
দোয়া ও ইফতার পর্বে চট্টগ্রাম সমিতি টরন্টোর আহ্বায়ক এম ইলিয়াস মিয়া আমন্ত্রিত অতিথিদের সাগত জানিয়ে বক্তৃতা করেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠানে সবাইকে অংশ নিতে অনুরোধ করেন।
অন্টারিও প্রদেশের এমপি ডলি বেগম বক্তৃতাকালে বলেন, বাঙালি সংস্কৃতির অংশ রমজান। ইফতারে উপস্থিত সকলকে তিনি অভিনন্দন জানিয়েছেন।
ইফতার মাহফিল ব্যবস্থাপনায় ছিলেন চট্টগ্রাম সমিতি টরন্টোর মাহবুবুল আলম চৌধূরী সাইফুল, মোহাম্মদ হাসান, মনজুর চৌধূরী, সিরাজুল হক, শওকত প্রমুখ।