Home কানাডা খবর টরন্টো ফিল্ম ফোরামে ‘অপরাজেয় বাংলা’র প্রদর্শনী

টরন্টো ফিল্ম ফোরামে ‘অপরাজেয় বাংলা’র প্রদর্শনী

দর্শকদের সাথে মতবিনিময়ে চলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল

অনলাইন ডেস্ক : গত ১৬ই ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশের মহান বিজয় দিবসে টরন্টো ফিল্ম ফোরামের ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে চলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল এর প্রামাণ্য চলচ্চিত্র ‘অপরাজেয় বাংলা’র প্রদর্শন এবং চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সাথে চলচ্চিত্র নির্মাতার এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ১৯৭৯ সালে স্থাপিত স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদের অমর ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের এই ভাস্কর্য নির্মাণের অনেক অজানা তথ্য উপস্থাপিত করে। ২০১১ সালে নির্মিত চলচ্চিত্রটিতে নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল এই ভাস্কর্য নির্মাণের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত অনেক ঘটনা তুলে ধরেন এবং এর নির্মাণের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাঁদেরকে পর্দায় উপস্থাপন করেন। সেই সাথে ভাস্কর্য নির্মাণের বিষয়টি বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের মানুষ কিভাবে দেখে সেটাও তিনি দর্শকের সামনে হাজির করেন। ৫৫ মিনিটের হেলালের এই প্রামাণ্য চলচ্চিত্রটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অমূল্য দলিল হিসেবে ইতোমধ্যে স্থান পেয়েছে। এই চলচ্চিত্রের একটি বিশেষ অংশ জুড়ে আছেন ‘অপরাজেয় বাংলা’র কালজয়ী স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদ এবং ভাস্কর্যের তিন মডেল। এই ভাস্কর্য নির্মাণের সময় প্রায় এক বছর ধরে প্রখ্যাত সিনেমাটোগ্রাফার মিশুক মুনীরের তোলা স্থির চিত্র এখানে ব্যবহার করা হয়েছে। সেই সাথে মুক্তিযুদ্ধের অব্যহিত পর থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার ছাত্র প্রজন্মের এক চমৎকার কাল প্রবাহ এখানে উঠে এসেছে।

‘অপরাজেয় বাংলা’র প্রদর্শন একই সাথে দর্শকদের বাংলাদেশের সবচেয়ে পরিচিত ভাস্কর্য সম্পর্কে জানার ক্ষেত্র প্রসারিত করার সাথে সাথে এই চলচ্চিত্র নির্মাণের শৈলী সবাইকে মুগ্ধ করে। চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত সাইফুল ওয়াদুদ হেলালের সাথে চলচ্চিত্র নির্মাণ নিয়ে মতবিনিময়ে অংশ নেন ফুয়াদ চৌধুরী, এনায়েত করিম বাবুল, মনিরুল ইসলাম, আশরাফ আলী, দেলোয়ার হোসেন দুলাল, প্রতিমা দেবী, নয়ন দাশ ও শওগাত আলী সাগর।

‘অপরাজেয় বাংলা’ চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত দর্শকবৃন্দ

উল্লেখ্য, বাংলাদেশের ঢাকায় জন্ম নেয়া স্বাধীন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল ১৯৯৯ সালে টেলিভিশন সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু করেন কানাডার মন্ট্রিয়লে। তিনি মন্ট্রিয়লে ফিল্ম এবং টেলিভিশন প্রডাকশন নিয়ে পড়াশুনা করেন। তাঁর উল্লেখযোগ্য প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে, ‘কালার অব ফেইথ’ (২০০৫), ‘অনিকা’স হোম’ (২০০৯), ‘সিনেমাওয়ালা’ (২০১০), ‘বাংলাদেশের হৃদয়’ (২০১৩), ‘ঝলমলিয়া-দ্য সেক্রেড ওয়াটার’ (২০১৬)। ‘বিয়ন্ড দ্য কালারস’ শিরোনামের একটি চলচ্চিত্র নিয়ে তিনি বর্তমানে কাজ করছেন। সাইফুল ওয়াদুদ হেলালের চলচ্চিত্র মন্ট্রিয়ল আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেই সাথে তিনি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছেন। হেলাল বর্তমানে অটোয়ায় বসবাস করেন।

‘অপরাজেয় বাংলা’ চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের অর্থ সম্পাদক সাহিদুল আলম টুকু।

বিজয়ের মাসে টরন্টোর ফিল্ম ফোরামের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রদর্শনীতে আগামী ২৩ তারিখ, শুক্রবার সাইদুল আনাম টুটুলের কাহিনী চলচ্চিত্র ‘কালবেলা’ এবং ৩০শে ডিসেম্বর, শুক্রবার এনায়েত করিম বাবুলের প্রামাণ্য চলচ্চিত্র ‘বুড়িগঙ্গা ৭১’ প্রদর্শিত হবে। উভয় দিনই চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে রাত ৮টা। চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

Exit mobile version