Home আন্তর্জাতিক ট্রাম্প সমর্থকদের মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিয়ে বিতর্ক উস্কে দিলেন বাইডেন

ট্রাম্প সমর্থকদের মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিয়ে বিতর্ক উস্কে দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্লোগান ছিল ‘মেক অ্যামেরিকা গ্রেট অ্যাগেইন’ বা সংক্ষেপে ম্যাগা। তবে এবার এই ম্যাগা এজেন্ডার সমর্থকদের দেশের গণতন্ত্রের জন্য হুমকি বলে আখ্যায়িত করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। পেনসিলভানিয়ায় দেয়া একটি বক্তৃতায় তিনি বলেন, এই ম্যাগা বাহিনী দেশকে পিছনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর। যদিও তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ আসছে রিপাবলিকান শিবির থেকে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। মূলত এই নির্বাচনকে সামনে রেখেই বাকযুদ্ধে নেমেছে ডেমোক্রেট ও রিপাবলিকান দলের নেতারা। এই নির্বাচনই ঠিক করবে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য কোন দিকে থাকবে। জো বাইডেনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি বলেন, বাইডেন যুক্তরাষ্ট্রের অন্তরাত্মাকে মারাত্মকভাবে আহত করেছেন।

প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার রাতে ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হল থেকে তার ভাষণ দেন। এখানেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল। তিনি ২০২০ সালে তার প্রচারণার মূল বিষয় বা থিম ঠিক করেছিলেন ‘আমেরিকার আত্মা’ পুনরুদ্ধার করা।

তিনি বলেন, যে ৭ কোটি ৪০ লক্ষ মানুষ দুই বছর আগে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তিনি তাদের নিন্দা করছেন না। সব রিপাবলিকান, এমনকি সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানও ম্যাগা রিপাবলিকান নয়। তবে এ নিয়ে কোন প্রশ্ন নেই যে আজ ট্রাম্প এবং তার ম্যাগা রিপাবলিকানরাই রিপাবলিকান পার্টিতে আধিপত্য বিস্তার করে আছে। তাদের দ্বারাই দলটি পরিচালিত ও প্রভাবিত। এখন তারা দেশের জন্য বড় হুমকি।

বাইডেন আরও বলেন, ট্রাম্প সমর্থকরা গত বছর ইউএস ক্যাপিটলে হামলাকারী জনতাকে বিদ্রোহী নয় বরং দেশপ্রেমিক বলে মনে করে। দীর্ঘদিন ধরে আমরা নিজেদের বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিশ্চিত, কিন্তু তা নয়। আমাদের এটিকে সুরক্ষা করতে হবে। এর পক্ষে দাঁড়াতে হবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যদিও বাইডেন যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন অনেককে বুলহর্ন বাজাতে এবং ঝামেলা পাকাতে দেখা গেছে। বাইডেন সাম্প্রতিক সময়ে ট্রাম্প এবং তাদের সমর্থকদের টার্গেট করে একের পর এক বক্তব্য দিয়ে চলেছেন। বাইডেন ‘চরমপন্থী’ রিপাবলিকানদের ফ্যাসিবাদী বলেও তুলনা করেছেন।

তবে মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান মাইনোরিটি নেতা ম্যাকার্থি বলেন, প্রেসিডেন্ট বাইডেন মার্কিনিদের বিভক্ত করা, হেয় করা এবং অপমান করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, অনেকেই তার নীতির সাথে একমত নয়। বাইডেন যা করছেন তা কোনো নেতৃত্ব নয়। তিনি বাইডেনকে লক্ষ লক্ষ মার্কিন নাগরিককে ফ্যাসিস্ট হিসাবে অপবাদ দেয়ার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। শীর্ষস্থানীয় এই রিপাবলিকান আরও বলেন, বাইডেনের শাসন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, উন্মুক্ত সীমান্ত, কোভিডের কারণে স্কুল বন্ধ রাখা যা শিশুদের শিক্ষার ক্ষতি করেছে, আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহার এবং দুই দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক জাতীয় অপরাধের ঢেউ তৈরি করে যুক্তরাষ্ট্রকে জর্জরিত করেছে। তিনি বলেন, গত দুই বছরে, জো বাইডেন যুক্তরাষ্ট্রের আত্মার উপর, জনগণের উপর, আইনের উপর, মূল্যবোধের উপর আক্রমণ করেছেন। তিনি আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ চালিয়েছেন।

Exit mobile version