হিমাদ্রী রয়

লক্ষ বছর ডুবে ছিলাম আমি
তবু তোমাকে হারাইনি।
আমার ডুব সাঁতারের সমুদ্র যেমন তুমি
আবার কিনারা হয়ে দিয়েছো আমায় ঠাঁই
জন্মান্তরেও তাই তোমা হারা হইনি।

পৃথিবীর পথে হাঁটতে যেয়ে
পথভোলা পথিক হয়েছি বহুবার।
আমার পথের শুরু তুমি
পথের অন্ত তোমাতেই
বনের পথ হারিয়েছি ঠিক
মনের পথে ফিরে এসেছি বারবার।

তোমাকে ছেড়ে আমি পালাবো কোথায়
আমার দিনের যাত্রা তুমি
বেলা শেষের গন্তব্য তোমার ঠিকানায়
লক্ষ বছর পার হয়েও দাঁড়িয়ে আছি ঠায়
বুঝে নিও খোঁজাখুঁজির মোহনায়।