হিমাদ্রী রায়

তুমি ভালোবাসো ভাবলেই
চোখ নদী হয়ে যায়
ভরা বর্ষায় পানসীতে ভাসাই মন
জোছনা রাতের মাতাল পূর্ণিমায়।
তুমি ভালোবাসো তাই
টাইমমেশিনে আসি ঘুরে
শুরু থেকে করি শুরু
হৃদয়ে দেখা ইঙ্গিতে খোঁজার দিন
ফেলে আসা কলেজের করিডোরে।
তুমি ভালোবাসো ভাবলেই
পুলকিত হই অকারণ
উষর জমিনে স্থলপদ্ম ফুঁটাই
পরোয়া করি না সমাজবিধির ব্যাকরণ।
তুমি ভালোবাসো তাই
তোমার সাথে চেরী ফুল ছড়ানো পথে
এই জন্মে এখনও অনেকটা পথ হাঁটবো বলে
স্বপ্ন জিইয়ে মস্ত করে চাই বাঁচতে।
বজ্রপাত নিয়ে বৃষ্টি আসবে
ধুয়ে দিবে ক্লেদ অবসাদ যাপন
‘মিয়া মলহার’ রাগে ভিজবো আমি
ভেজাবে তুমি
এমন দিনে রবীন্দ্র কবিতার উদযাপন।
তুমি ভালোবাসো ভাবলেই
বহু বাসনায় দুলে উঠে বুক
এ কেমন এক মায়ার অসুখ
তোমার বেণী তোমার বিন্দি
পায়ে আলতা হাতে মেহেন্দি
মার্জিত তোমার শাড়ী সজ্জা বাড়ায় ধুকপুক।