Home আন্তর্জাতিক ‘তেলের ক্রেতা’ ভারতকে হারিয়েছে রাশিয়া: ট্রাম্প

‘তেলের ক্রেতা’ ভারতকে হারিয়েছে রাশিয়া: ট্রাম্প

অনলাইন ডেস্ক : ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করায় দেশটি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর তিনি হয়তো আর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন না।

শুক্রবার (১৫ আগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আলাস্কায় যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘পুতিন তেলের একটি ক্রেতা হারিয়েছে। যেমনটা বলা যায়, ভারত। তারা ৪০ শতাংশ তেল আমদানি করছিল। আপনারা জানেন চীনও অনেক তেল আমদানি করছে।’

রাশিয়ার তেল কেনার জন্য আর কোনো দেশের ওপর আর বাড়তি শুল্ক আরোপ করবেন না ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘যদি আমি সেকেন্ডারি নিষেধাজ্ঞা, অথবা সেকেন্ডারি শুল্ক আরোপ করি, তাদের দৃষ্টিকোণ থেকে এটি হবে বিপর্যয়কর। যদি আমার বাড়তি শুল্ক আরোপ করতে হয়, আমি করব। কিন্তু আমার এটি হয়ত করতে হবে না।’

গত ৬ আগস্ট এক নির্বাহী আদেশে রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে আগের ২৫ শতাংশসহ ভারতের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং বাকি ২৫ শতাংশ শুল্ক আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।

এদিকে ট্রাম্পের এই দাবির বিষয়ে বা রাশিয়ার তেল কেনা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি ভারত।

তবে এর আগে অতিরিক্ত শুল্ক চাপানোর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে ট্রাম্পের এই পদক্ষেপকে ‘অন্যায্য, অযৌক্তিক এবং ভিত্তীহীন’ বলেছে।

এছাড়াও ভারতীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি রয়েছে। হঠাৎ করে সেই চুক্তি স্থগিত করা সম্ভব নয়।

সূত্র: এনডিটিভি

Exit mobile version