Home আন্তর্জাতিক তেহরানে সরকারপন্থী সমাবেশে হাজারো মানুষের ঢল

তেহরানে সরকারপন্থী সমাবেশে হাজারো মানুষের ঢল

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে দেশটির সরকারের সমর্থনে হাজার হাজার মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার তেহরানের কেন্দ্রস্থলের একটি প্রধান স্কয়ারে দেশটির সরকারের প্রতি সমর্থন ও সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে রাজধানীর এনগেলাব (বিপ্লব) স্কয়ার। সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের স্মরণে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট ‌‘দাঙ্গা’ বলে অভিহিত করেছে তেহরান।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আহ্বানে তেহরানের পাশাপাশি দেশটির অন্যান্য শহরেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ-সহিংসতায় নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। এছাড়া দমন অভিযানে শত শত বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছেন।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানি নেতৃত্ব আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে আলোচনার পথও খোলা রয়েছে।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে আরাঘচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। কিন্তু যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, আমরা আলোচনার জন্যও প্রস্তুত। তবে সেই আলোচনা হতে হবে ন্যায্য, সমান অধিকারের ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানের ওপর দাঁড়িয়ে।

সমাবেশে অংশ নিয়ে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সাম্প্রতিক বিক্ষোভ মোকাবিলাকে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান বর্তমানে চতুর্মুখী যুদ্ধে লিপ্ত রয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক যুদ্ধ। সর্বশেষ সন্ত্রাসীদের বিরুদ্ধেও যুদ্ধ করছে তেহরান।

গালিবাফ বলেন, ইরানি জাতি কখনোই শত্রুকে তার লক্ষ্য অর্জনের সুযোগ দেয়নি। তার বক্তৃতার সময় সমাবেশে উপস্থিত সরকারপন্থী লোকজনকে ফারসিতে ‘‘ইসরায়েলের মৃত্যু’’, ‘‘আমেরিকার মৃত্যু’’ স্লোগান দিতে শোনা যায়।

হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের এই স্পিকার বলেন, নতুন করে কোনো হামলা হলে ইরানি সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুলে না যাওয়ার মতো শিক্ষা দেবে।

সূত্র: এএফপি।

Exit mobile version