হিমাদ্রী রয়

ভালোবাসা মানে সুস্থ শরীরে মন কাঁপানি জ্বর
ডুবে ডুবে জল খাওয়া খুকখুক কাশি
দাম দিয়ে কেনা জ্বালা অবিনাশী
ভালোবাসা মানে অকারণ বুক ধরফর।
ভালোবাসা মানে অতটাই চাওয়া
ততটা না যাওয়া কাছে
পাছে নীল হতে হয় দংশনের বিষে
ভালোবাসা মানে ইঙ্গিতে বুঝে নেওয়া।
ভালোবাসা মানে চকিত চাহনিতে পুলক লাগা
তার চোখে জল যদি
আমার সারা বুকে ধায় নদী
ভালোবাসা মানে ছন্নছাড়া জীবন তবু স্বপ্ন দেখা।
ভালোবাসা মানে ছোট ছোট সুখে স্বস্তির নিঃশ্বাস
হিজলের ছায়ায় ছায়ায় পায়ে পায়ে পথ চলা
শব্দহীন হয়ে অনেক কথা বলা
ভালোবাসা মানে তুমি নেই তবু মন ছুঁয়ে আছো বিশ্বাস।
ভালোবাসা মানে নিঃশ্ব হওয়া তোমার সুখ চেয়ে কাঁদা
জ্বালা নিয়ে আঘাত ক্ষত প্রাণে
বেদনার স্বরলিপি সুর পায় মীরার গানে
তোমরা যাকে বিরহ বলো আমি বলি রাধা।