রুমা বসু

তোমায় নিয়ে
হাঁটতে চেয়েছিলাম হয়তো ভোরবেলা থেকেই

তোমায় নিয়ে
হাঁটা শুরু পড়ন্ত সকাল বেলার ভেতর দিয়েই

তোমায় নিয়ে
সেই যে জীবনের পথে চলার একদিন হয়েছিল শুরু

তোমায় নিয়ে
পেরিয়েছি মধ্য গগণে সূর্য নিয়ে ভীষণ তপ্ত কত যে মরু

তোমায় নিয়ে
হিমাংকের নিচের কত হিম শীতলতা কাটিয়ে দিয়েছি

তোমায় নিয়ে
সূর্যবিহীন সেই শীতলতায়ও উষ্ণতা পেয়েছি

তোমায় নিয়ে
কত যে দুর্গম পাহাড় চূড়োতে পৌঁছে গেছি হাত ধরাধরি করে

তোমায় নিয়ে
সাগরের সেই নোনা ঊর্মিমালায় অবগাহন করেছি জোরে

তোমায় নিয়ে
আবরণহীন মধ্যাহ্নে আগুনের তাপে কত যে আঘাত সয়েছি

তোমায় নিয়ে
মেঘহীন গগণে কতবার বৃষ্টির স্বপ্নে বিভোর হয়েছি

তোমায় নিয়ে
জীবনের কত সুখ স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে

তোমায় নিয়ে
দোঁহে দেখা কত স্বপ্নরা চিরতরে পথ হারিয়েছে

তোমায় নিয়ে
সাগর বেলায় সুখে দুজনে স্বপ্নের বালির প্রাসাদ গড়েছি

তোমায় নিয়ে
জীবনের কত যে স্বপ্ন নীরবে ভেঙে যেতে দেখেছি

তোমায় নিয়ে
পথ চলাটা ছিল না কোনো গোলাপ বিছানো পথে

তোমায় নিয়ে
এ জীবনে চড়েছি কত কণ্টকময় রক্ত ঝরানো রথে

তোমায় নিয়ে
আচ্ছাদনহীন রক্ত ঘামে পার করে এসেছি তপ্ত মধ্যাহ্নে

তোমায় নিয়ে
পথ চলতে চলতে দুজনে উপনীত হয়েছি জীবন সায়াহ্নে

তোমায় নিয়েই
বৃদ্ধ কালের আঁধার ঘেরা যামিনী দোঁহে মিলে পার করতে চাই

তোমায় নিয়ে
শেষ বিকেলে এসে এ জীবনে মোর আর কোনো ক্ষোভ নাই।
অটোয়া, কানাডা