অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের প্রধান লি জায়ে-মিউংকে গলায় ছুরি দিয়ে হামলা করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণের বন্দর শহর বুসান সফরকালে হামলার শিকার হন তিনি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

ইয়োনহাপ জানিয়েছে, বুসানের একটি প্রস্তাবিত বিমানবন্দরের সাইট ভ্রমণ করার সময় একজন অজ্ঞাত ব্যক্তি তার ঘাড়ের বাম দিকে ছুরিকাঘাত করেছিল।

খবরে বলা হয়েছে, হামলাকারীকে দমন করা হয়েছে এবং ঘটনাস্থলে গ্রেফতার করা হয়েছে।

খবরে বলা হয়েছে, আততায়ীকে তার ৫০ বা ৬০ বছরের মনে হয়েছে। তিনি একটি অটোগ্রাফ চেয়ে লির কাছে যান, তারপর হঠাৎ করে এগিয়ে গিয়ে তাকে আক্রমণ করেন।

প্রকাশিত সংবাদের ছবিতে দেখা গেছে যে, লি তার চোখ বন্ধ করে মাটিতে শুয়ে আছেন এবং তার আশেপাশের অন্যান্য লোকেরা তার ঘাড়ের পাশে একটি রুমাল চেপে আছেন।

লিকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইয়োনহাপ।

দক্ষিণ কোরিয়ায় বন্দুক রাখার উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটিতে অন্যান্য ধরণের অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে।