ডেভেলপমেন্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশন (উওঝঅ) এবং ইয়ুথ প্রতিষ্ঠান বেনকেন এর উদ্যোগে গত ১৬ ডিসেম্বরের বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে “বিজয় দিবস কার র্যালি”র আয়োজন করে।
এই আয়োজনে কমিউনিটির নানা শ্রেণী ও পেশার মানুষই অংশগ্রহণ করেন। র্যালিটি ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারের পাদদেশ হতে যাত্রা শুরু করে ডেনফোর্থের উপর দিয়ে ওয়ার্ডেন হয়ে আবার ডেন্টোনিয়া পার্কে এসে সমাপ্ত হয়। র্যালিতে অংশগ্রহণ ও সফল করার জন্য আয়োজকদের পক্ষে শাকিল আহমেদ এবং বাবলু চৌধুরী সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।