Home কানাডা খবর দিসা ও বেনকেন-এর “বিজয় দিবস কার র‌্যালি” অনুষ্ঠিত

দিসা ও বেনকেন-এর “বিজয় দিবস কার র‌্যালি” অনুষ্ঠিত

ডেভেলপমেন্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশন (উওঝঅ) এবং ইয়ুথ প্রতিষ্ঠান বেনকেন এর উদ্যোগে গত ১৬ ডিসেম্বরের বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে “বিজয় দিবস কার র‌্যালি”র আয়োজন করে।

এই আয়োজনে কমিউনিটির নানা শ্রেণী ও পেশার মানুষই অংশগ্রহণ করেন। র‌্যালিটি ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারের পাদদেশ হতে যাত্রা শুরু করে ডেনফোর্থের উপর দিয়ে ওয়ার্ডেন হয়ে আবার ডেন্টোনিয়া পার্কে এসে সমাপ্ত হয়। র‌্যালিতে অংশগ্রহণ ও সফল করার জন্য আয়োজকদের পক্ষে শাকিল আহমেদ এবং বাবলু চৌধুরী সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Exit mobile version