Home কানাডা খবর দুর্গম অঞ্চলের আদিবাসীদের টিকার আওতায় আনছে অটোয়া : বয়স্কদের জন্য বুস্টার ডোজের...

দুর্গম অঞ্চলের আদিবাসীদের টিকার আওতায় আনছে অটোয়া : বয়স্কদের জন্য বুস্টার ডোজের অনুমোদন

অনলাইন ডেস্ক : কানাডার ফেডারেল সরকার বাধ্যতামূলক ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় দুর্গম অঞ্চলের আদিবাসীদের জন্য টিকা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে বয়স্ক নাগরিকদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে কয়েকটি প্রাদেশিক সরকার।

কানাডায় নতুন আইন অনুযায়ী ১২ বছরের বেশি বয়স্কদের বাস, ট্রেন, বিমান বা নৌপথে ভ্রমণের কমপক্ষে ১৪ দিন পূর্বে পূর্ণ দুই ডোজ করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সে জন্য দেশটিতে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সব ভ্রমণকারীদের অবশ্যই টিকার ফুল ডোজ গ্রহণ করতে হবে। ৩০ অক্টোবরের পর হেলথ কানাডার অনুমোদিত টিকা গ্রহণকারী ছাড়া কেউ যানবাহনে ভ্রমণ করতে পারবে না।

এদিকে ট্রান্সপোর্ট কানাডার হিসাব অনুযায়ী দেশটিতে ১৮২ টি দুর্গম অঞ্চল আছে যেখানে যাতায়াত করা খুবই কষ্টকর। এমনকি কিছু অঞ্চলে হেলিকপ্টার ছাড়া পৌঁছানোই অসম্ভব। এসব অঞ্চলে বসবাসকারীরা বেশির ভাগই আদিবাসী। তাদের টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে অটোয়া প্রশাসন।

টিকা নিয়ে ওই সব দুর্গম অঞ্চলে যেতে হলে আকাশ পথে যাওয়া ছাড়া উপায় নেই। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী ওমর আল ঘাবরা বলেছেন, সরকারের ভ্যাকসিন নীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন আদিবাসী গোষ্ঠী ও সংগঠনের সাথে পরামর্শ করা হয়েছে। ৩০ অক্টোবরের মধ্যে সবাইকে টিকার আওতায় আনা হবে। দুর্গম অঞ্চলে টিকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে অন্টারিও, সাসকাচুয়ান, আলবার্টা ও কুইবেকসহ কয়েকটি প্রদেশে লংটার্ম কেয়ার হোমের বাসিন্দাদের জন্য করোনার বুস্টার ডোজের অনুমোদন দেয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে ২ ডোজ ভ্যাকসিন নেয়ার পর বয়স্কদের মধ্যে তৈরি হওয়া এন্টিবডি ৬ মাস পর খুব একটা কার্যকর থাকে না। তাই ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমুনাইজেশন (এনএসিআই) লংটার্ম ফেয়ার হোমের বয়স্কদের সুরক্ষিত রাখতে জরুরী ভিত্তিতে বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে। বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রতিবেদন পর্যালোচনার পর গত মঙ্গলবার ওই বুস্টার ডোজ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। এনএসিআই বলেছে, বয়স্ক নাগরিকদের ২য় ডোজ দেয়ার ৬ মাস পর বুস্টার ডোজ দিতে হবে। কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তেরেসা টেম বলেছেন, করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা ৭০ বছরের বেশি বয়স্করা শিগগিরই বুস্টার ডোজ পাবেন। তিনি এমন এক সময়ে একথা বললেন যখন যুক্তরাষ্ট্র ৬৫ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ অনুমোদন করেছে।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তেরেসা টেম বলেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজার বায়োএনটেকের টিকাই দেওয়া হবে। সূত্র : সিবিসি

Exit mobile version