Home জাতীয় দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটি চায় হিন্দু পরিষদ

দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটি চায় হিন্দু পরিষদ

অনলাইন ডেস্ক : শারদীয় দুর্গাপূজায় এক দিনের বদলে তিন দিন সরকারি ছুটি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে পরিষদের সভাপতি দীপংকর শিকদার দীপু বলেন, ‘দুর্গাপূজার এক দিনের সরকারি ছুটি শুধু ছুটি হিসেবেই গণ্য হয়। এই ছুটিতে আমরা পরিবারের সঙ্গে মিলিত হতে পারি না। সবচাইতে বড় এই ধর্মীয় অনুষ্ঠানটিতে সবাই চায় পরিবারের সঙ্গে থাকতে। এক দিনের ছুটিতে তা অসম্ভব। প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া; দুর্গাপূজার ছুটি তিন দিন করা হোক।’ এ সময় তিনি সাভারে স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দীপু আরও বলেন, ‘সরকারের নির্বাচনি ইশতেহার মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও প্রকৃত দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’ মানববন্ধনে সংগঠনটির উপদেষ্টা সুধীর কান্তি সাহা, সহ-সভাপতি প্রীতিভূষণ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক সাজন কুমার মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version