হোসনে আরা জেমী

নদীর মতো একা বয়ে যায় আয়াস
আমিতো চাইনি অবহেলা
চেয়েছি ভালোবাসা, সুখ
মনে মনে খুঁজেছি কত দিন, কত কত রাত।
মনে পড়ে একসাথে পথ চলা, ক্যান্টিন, ক্যাম্পাস, নদীতীর।
মনে পড়ে তোমার আদরে সিক্ত দুপুর, হাওয়ায় উড়া,
মনে পড়ে বারান্দায় বসে পুকুরের জলে মাছেদের খেলা দেখা
শুধু মনে পড়ে না দূরে ঠেলে দেওয়া
খুঁজেছি কতদিন এখানে সেখানে মনে মনে
হঠাৎ হয়েছে দেখা, এক ঝলক
বলতে চেয়েছি বহুবার, ভালোবাসি তোমায়…
বেঁচেছি কয়েক যুগ তোমাকে ছাড়া
পার হয়েছি গ্রাম, গঞ্জ, শহর, দেশ, মহাদেশ
সাঁতরে পার হয়েছি নদী, সাগর
ঠিক ঠিক সাঁতার না দিলেও পার হয়েছি সাগর মহাসাগর
পাড় খুঁজে জায়গা করে নিয়েছি।

তোমাকে রেখেছি যেখানে
সেখানে বিপুল কাঁটা অপ্রাপ্তির
ফিনকি দিয়ে বেরোতে চায় অনল
মুছে দিয়েছি টিসু পেপারে,
ফেলে দিয়েছি ডাস্টবিনে।

যাপিত জীবনের ছন্দ কেটে গেছে
তবুও বলিনি তোমায় কষ্টে আছি
তোমাকে কিছু বলিনি,
দাবী আদায়ে করিনি অনশণ,

তোমার কাছে চিরকাল মূল্যহীন
হয়ে যাওয়ার আগেই
জানলাম তুমি অনেকটা পথে হেঁটে
চলে গেছো দূরে
ধরা ছোঁয়ার বাইরে অনন্তলোকে।।
টরন্টো