বকুল ভৌমিক

তুমি এলে নতুন দিনেরে নিয়ে
দীপ্ত আশার আলোতে
ঝড় ঝঞ্ঝা ঘন কালো আঁধারকে দূরে ঠেলে দিয়ে
সকল বেদনা যন্ত্রনা যুদ্ধ বিগ্রহ ঘোচাতে।
স্নিগ্ধ বাতাসে শান্তির আবেশে
বিশ্ব মানবতার প্রদীপ জ্বেলে উঠার আশ্বাসে।
ফেলে আসা দিগন্ত থেকে নিয়ে এলে সুদৃঢ় বার্তা
জেগে উঠুক পরস্পরের সহানুভূতি সহমর্মিতা।

ধংস আর মিথ্যেকে পিছে ফেলে
কালের স্রোতের সৃষ্টি, নিষ্ঠা আর সত্যের অনুসরণে
কাংখিত নতুনেরে সংকোচহীন লহিবে মনে যতনে।

সকল গ্লানি, ঘৃণা, গর্ব অহংকার আর নিষ্ঠুরতাকে হারিয়ে
জন্ম হবে এক স্বচ্ছ দিনের
সকলে রবে সকলের তরে
গরীব ধনী, নারী পুরুষ সমস্বরে
মানব হৃদয়ে শুধু পুষিবে ভালোবাসার গান
ধর্ম বর্ণ উর্দ্ধে চির সুন্দররে দিতে স্থান।
বকুল, অটোয়া