Home আন্তর্জাতিক নিউইয়র্কে প্রথম মুসলিম পুলিশ কমান্ডিং অফিসার

নিউইয়র্কে প্রথম মুসলিম পুলিশ কমান্ডিং অফিসার

অনলাইন ডেস্ক : প্রথম আমেরিকান মুসলিম হিসেবে নিউইয়র্ক সিটির লোকাল প্রিসিন্টের কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ পান ক্যাপ্টেন আদিল। গত ৭ জুলাই পাকিস্তান বংশোদ্ভূত এ ক্যাপ্টেনের নিয়োগ নিশ্চিত করে নিউইয়র্কের পুলিশ বিভাগ।

ক্যাপ্টেন রানার নিয়োগ প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা জানায় আমেরিকার বিভিন্ন মুসলিম কমিউনিটি। একজন মুসলিম কমান্ডিং অফিসার হিসেবে নিউইয়র্কের পুলিশ বিভাগে আদিলই প্রথম। নতুন ইতহাস তৈরি করায় ক্যাপ্টেন আদিল নিজেও অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, আমরা এক সঙ্গে কাজ করে নতুন কিছু তৈরি করব। এটি আমেরিকার জন্য একটি ঐতিহাসিক দিন।

নিইউয়র্ক পুলিশ বিভাগের চিফ ফাসতো পিসার্ডো এক টুইটবার্তায় ক্যাপ্টেন আদিলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ক্যাপ্টেন আদিলকে প্রথম পাকিস্তানি আমেরিকান প্রিসেন্ট কমান্ডার হিসেবে শুভেচ্ছা।
সূত্র : জিও নিউজ

Exit mobile version