Home আন্তর্জাতিক নিউইয়র্কে মার্চের পর সর্বনিম্ন করোনা শনাক্ত

নিউইয়র্কে মার্চের পর সর্বনিম্ন করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক : নিউইয়র্কে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ কমছে বলে জানিয়েছেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো।

নিউইয়র্ক ডেইলি নিউজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ আগস্ট নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর অফিস থেকে করোনাভাইরাস সংক্রান্ত এ তথ্য জানানো হয়েছে।

গত ১৬ মার্চের পর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর এই সংখ্যা সর্বনিম্ন। এই ৪৭২ রোগীর মধ্যে ১১০ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে, যা গত ১৫ মার্চ থেকে সর্বনিম্ন সংখ্যা। গত ১৬ দিনে যত পরীক্ষা করানো হয়েছে তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ শতাংশের কম
গভর্নর আরও বলেন, তবে এখন আর কোনো ভুল করা যাবে না। কারণ, দেশের বিভিন্ন এলাকায় এখনো করোনার সংক্রমণ রয়েছে। একটি কার্যকর ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত ঝুঁকি থেকে যাবে। আর সেটা মোকাবিলা করতে হবে।

নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে ২২ আগস্ট পর্যন্ত ৪ লাখ ২৯ হাজার ১৬৫ জন করোনায় সংক্রমিত হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৮২ জন মানুষের।

Exit mobile version