Home আন্তর্জাতিক নিউইয়র্ক দ্বিতীয় ধাপে খুলছে

নিউইয়র্ক দ্বিতীয় ধাপে খুলছে

ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক : করোনাভাইরাস প্রতিরোধে দীর্ঘদিন সবকিছু বন্ধ থাকার পর দ্বিতীয় ধাপে ২২ জুন থেকে নিউইয়র্ক খুলছে। অন্যান্য রাজ্যে বাড়লেও নিউইয়র্কে করোনায় সংক্রমিতের হার এখন ১ শতাংশের নিচে নেমে এসেছে। ব্যাপক হারে করোনার পরীক্ষার করানো হচ্ছে। তবে কন্টাক্ট ট্রেসিং কিছুটা থমকে দাঁড়িয়েছে। ২০ জুন নিউইয়র্ক রাজ্যে ৬৭ হাজার ৫২৬ জনের পরীক্ষা করে ৬৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো করোনাভাইরাস নিয়ে তাঁর নিয়মিত সংবাদ সম্মেলন ১৯ জুনের পর থেকেই বন্ধ করে দিয়েছেন। ২১ জুন এক টুইটবার্তায় তিনি জানিয়েছেন, ২০ জুন পুরো রাজ্যে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলে এখন পর্যন্ত নিউইয়র্কে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭২৫।

নিউইয়র্ক নগরকেন্দ্রে দ্বিতীয় ধাপে এবং নগরকেন্দ্রের বাইরে মিড হাডসন অঞ্চল নামের এলাকাটি তৃতীয় ধাপের জন্য খুলছে। দ্বিতীয় ধাপে খুলছে রিটেইল স্টোরের অভ্যন্তরে কেনাকাটা, রেস্টুরেন্টের বাইরে খাওয়াদাওয়া, চুল কাটার সেলুন, রিয়েল এস্টেট, গাড়ি বেচাকেনা, বাণিজ্যিক ভবন ব্যবস্থাপনা, মেরামত ও পরিচ্ছন্নতা কোম্পানি। রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব রেখে বসতে হবে। ভবনের বাইরে বা সংলগ্ন খোলা জায়গায় বসার ব্যবস্থা থাকবে। নগরীতে পাঁচ হাজার রেস্তোরাঁ খুলবে। এসব রেস্তোরাঁয় ৪৫ হাজার কর্মী তিন মাস পরে কাজে ফিরে যাবেন বলে মনে করা হচ্ছে। সব মিলে দেড় লাখ থেকে তিন লাখ কর্মী কাজে ফিরবেন এ ধাপে। নিউইয়র্কের অর্থনীতির জন্য এ ধাপের খোলাটি খুবই গুরুত্বপূর্ণ বলে নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন। কিছু শর্ত দিয়ে নিউইয়র্কের সব খেলার মাঠও খুলে দেওয়া হচ্ছে একই সঙ্গে। নগরীতে আরও এক সপ্তাহ বিকল্প গাড়ি পার্কিং স্থগিত থাকবে বলে জানিয়েছেন মেয়র ব্লাজিও।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কন্টাক্ট ট্রেসিং কর্মসূচি বাস্তবায়নে বেশ কিছু সমস্যা হচ্ছে। লোকজন সংক্রমিত হয়েছে জানার পরও তাদের সংস্পর্শে কারা এসেছে , এ তথ্য সহজেই দিচ্ছে না। নিউইয়র্ক খুলে যাওয়ার প্রথম ধাপের পর করোনায় সংক্রমিত ৫ হাজার ৩৪৭ জনের মধ্যে মাত্র ৩৫ শতাংশ মানুষ তাদের কন্টাক্টে আসা লোকজনের তথ্য দিয়েছে।

রাটগার্টস ইউনিভার্সিটির পাবলিক হেলথের ডিন পেরি এন হালকিটিস মাত্র ৩৫ শতাংশ লোক তাদের সংস্পর্শে আসা লোকজনের তথ্য দেওয়াটাকে দুঃখজনক বলে উল্লেখ করেন। নিউইয়র্ক নগরীর টেস্ট অ্যান্ড ট্রেসের প্রধান টেড লং বলেছেন, ৬৯ শতাংশ লোকজনই প্রথম সাক্ষাৎকারে তথ্যপত্র পূরণ করেছে। এটা গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। এ সংখ্যা আরও ওপরে নিতে হবে।

Exit mobile version