হিমাদ্রী রয়

নিজের ভিতরে ডুব সাগরে
যে মুক্তো লুকিয়ে আছে
তাকে তুলে নিয়ে আসো
কয়লা কুড়ানোর মানুষ
সেতো তোমার পেছনে পেছনে আছে।
যদি গন্তব্য জানো
পথের পরোয়া কিসে
হোক কণ্টকিত পথ
তুমি জানো কোথায় থামবে
তোমার রথ
পা টেনে ধরার লোক
সেতো থাকবেই তোমার পিছে।
ত্যাজালু বাতি জ্বেলে
সাধ্যের মধ্যে আলোকিত হও নিজে
জ্বলনের গন্ধ পাবে
এদিক-ওদিক খুঁজে
শুধু ফিরে চেয়ো না পিছে।
হিম্মত নিয়ে একা
দাঁড়াও উচ্চ শিরে
পাছে বলার লোকগুলো
দেখবে ঠিক আছে ভিড়ে
স্বপ্নের সাথে উড়তে শেখো
যেমন উড়ে পাখি আদিগন্ত পানে
খাটো দেখানোর মানুষ
খাটাখাটুনি করবেই
শুধু এড়িয়ে যাওয়া চাই
দুঃস্বপ্নের বন্ধু মেনে।
করার অদম্য ইচ্ছা নিয়ে
যদি ভরসা করতেই হয়
নিজের উপরে করো
কী,কেন,কিভাবে
কাঁটাছেড়া নিয়ে ওরা পড়ে থাক
জন্মেছো যখন
জীবনের কাছে রেখে যাও দাগ
নিজেকে জাগালে কর্ম উঠে জেগে
নিজের প্রতি এই বিশ্বাস হারানো পাপ।
(কিংবদন্তি অভিনেতা অনুপম খের এর কথা থেকে প্রভাবিত)