অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে সুরক্ষিত করতে জনগণের উচিত তার দলকে পুননির্বাচিত করা। উইনিপেগে গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারাভিযানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অ্যালবার্টার ক্যালগরিতে এক র‌্যালিতে তিনি বিরোধী কনজারভেটিভ দলের কঠোর সমালোচনা করে বলেন, যারা বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের বিরোধীতা করছে তারা কান্ডজ্ঞানহীন ও দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। তাদের ওই বিরোধীতা দেশকে বিপদজনক দিকে ঠেলে দিতে পারে, দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। দলের সবাইকে টিকা নেয়ার পরামর্শ দিয়ে ট্রুডো বলেন, সব কানাডিয়ানের স্বাস্থ্য সুরক্ষা তার দলের প্রধান লক্ষ্য। কনজারভেটিভ নেতা এরিন ও তুলির ভ্যাকসিনের বদলে র‌্যাপিড টেস্টের নীতিকে একটি ‘বড় ধরনের ভুল’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওই ভুল নীতি কানাডার গণস্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দেবে। তাদের ওই নীতি অবৈজ্ঞানিক ও অগ্রহণযোগ্য। তিনি প্রশ্ন করেন-যারা টিকা নিচ্ছে না তাদের সাথে কীভাবে আপনি একই বিমানে অথবা একই ট্রেনে ভ্রমণ করবেন? শুধু তাই নয়, বাধ্যতামূলক টিকার বিরোধীতাকারীরা আমাদের শিশুদেরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। কেননা যেসব বয়স্করা এখনো টিকা নেননি তাদের সান্নিধ্যে আমাদের শিশুরাও নিরাপদ নয়। তাই বাধ্যতামূলক টিকার বিষয়ে কনজারভেটিভদের বিরোধীতা শুধু দায়িত্বজ্ঞানহীন নয় বিপদজনকও।

প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বর কানাডায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দীরা তাদের ৫ সপ্তাহের প্রচারাভিযান শুরু করেছেন। ২০১৯ সালের ফেডারেল নির্বাচনের পর লিবারেল পার্টির নেতৃত্বে সংখ্যালঘু সরকার দেশ পরিচালনা করছে। কিন্তু চলমান মহামারিকালে স্বাস্থ্যনীতিসহ বিভিন্ন ইস্যুতে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রয়োজন। সেই লক্ষ্যে আগাম নির্বাচনের পথে পা বাড়িয়েছে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন ক্ষমতাসিন লিবারেল পার্টি। গত ২২ আগস্ট গভর্নর জেনারেল মেরি সাইমনের সাথে সাক্ষাত করে সংসদ বিলোপের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ওই অনুরোধ রক্ষার পর ট্রুডো বলেন, করোনাকালীন বিপর্যয়কর পরিস্থিতি থেকে কানাডাকে সঠিক পথে পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। আর তার জন্য দরকার সংখ্যাগরিষ্ঠ সরকার। ২০ সেপ্টেম্বরের নির্বাচনে যদি আমরা একটি সংখ্যাগরিষ্ঠ সরকার পাই তাহলে দেশকে সঠিক পথে এগিয়ে নেয়া যাবে। সূত্র : সিবিসি